পুলওয়ামা বিস্ফোরণের পরে গোটে দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে আক্রমণ চলছে নিরীহ কাশ্মীরিদের ওপরে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাতেই একমাত্র নিরাপদে রয়েছেন তাঁরা। এই কথা স্বয়ং স্বীকার করেছেন কাশ্মীরীরাও। কিন্তু অতি দেশপ্রেমীরা যাতে বাংলায় এই ধরণের কোনও ঘটনা না ঘটাতে পারে তাই পুলিশকে সেদিকে কড়া নজর রাখতে বলেছিলেন মমতা। সেই কথা মতই কাশ্মীরিদের ওপর আক্রমণের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশ।
এখনও পর্যন্ত কাশ্মীরিরদের ওপর আক্রমণের মোট ২২টি ঘটনার অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে ৪০ জনকে। এডিজি (আইনশৃঙ্খলা) সিদ্ধনাথ গুপ্ত বলেছেন “কয়েকজন বহিরাগত কাশ্মীরিদের ওপর আক্রমণ চালানোর ব্যাপারে উসকানি দিচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখনও পর্যন্ত এই রাজ্যে এমন মোট ২২টি ঘটনার খবর এসেছে। যে ঘটনাগুলির সঙ্গে জড়িত সন্দেহে আমরা ইতিমধ্যেই ৪০ জনকে গ্রেফতার করেছি”।
সুপ্রিম কোর্ট এর আগেই ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানায় সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর ঘটনার পর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনিক প্রধানদের তাঁদের এলাকায় শান্তি বজায় রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। কোনওভাবেইযাতে কাশ্মীরি সহ অন্য কোনও রাজ্যের মানুষ এই জঙ্গিহানা পরবর্তী সময়ে আক্রমণের সম্মুখীন না হন, তা দেখার ব্যাপারেও রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা বলেন, “আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। আমরা বেশ কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে”।