রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উত্তরাধিকার সুত্রে পাওয়া জমির মিউটেশনের জন্য আর ফি দিতে হবে না। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে কৃষিজমির খাজনা মকুব করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মিউটেশন করার ক্ষেত্রে কোনও ফি লাগবে না। তবে ফি মকুব করলেও মিউটেশন করতে হবে গ্রহিতাকে। কৃষি ও বসত উভয় জমির ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। তবে উল্লেখ্য, বসতবাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে মিউটেশন ফি আগের মতোই দিতে হবে।
বীরভূমে ৫০ একর জমিতে সোলার প্লান্ট তৈরি হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইসিডিএস-এর নিয়োগ সংক্রান্ত নতুন নিয়ম করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, সুপার ভাইজার পোস্টে ৩৩৭৬ টি শূন্যপদে লোক নেওয়া হবে। এছাড়াও ২৫টি সাইবার ক্রাইম সেক্টর তৈরি করা হবে।
এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। জমি সংক্রান্ত যাবতীয় তথ্য সাধারণ মানুষকে জানাতে নতুন অ্যাপ আনছে রাজ্য। অ্যাপের নাম জমির তথ্য। মৌজা নম্বর, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, কোনো মামলা আছে কিনা এই সব কিছুই জানা যাবে এই অ্যাপ থেকে।