নির্বাচন কমিশন চায় ভোট নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্পোরেট সংস্থার পাশাপাশি গুগল ও ফেসবুকও তাদের সাহায্য করুক। ইতিমধ্যেই কমিশন দেশের গুগল ও ফেসবুকের কর্তাদের সঙ্গে একদফা বৈঠক করেছে। নির্বাচনকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় যে প্ররোচনামূলক, হিংসাত্মক প্রচার, মানহানি ও গুজব রটে তা নিয়ন্ত্রণ করবার জন্য কমিশন সাহায্য চায় গুগলের।
ভোট সচেতনতার প্রচারে কমিশনের পরামর্শ মেনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব গুগল ও ফেসবুকের কর্তাদের সাহায্য চেয়ে চিঠি দিয়েছেন। যাতে দুই সংস্থা নিজে থেকে প্রচার চালায়। স্থানীয় কর্পোরটে সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আগামী মঙ্গলবার ২৬ ফেব্রুয়ারি রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক বিভিন্ন দফতর, কর্পোরেট সংস্থা, আকাশবাণী, দূরদর্শন, বেসরকারি টিভি চ্যানেল, এফএম চ্যানেলের কর্তাদের এই সচেতনতা প্রচারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য চিঠি দিয়েছেন।
রেলে ও মেট্রোতেও ভোট সচেতনতার জন্য প্রচার চালাবার আর্জি জানাবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। মিশন কর্তাদের কথায়, ‘এই ধরনের প্রচারকে সামাজিক দায়বদ্ধতা বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)-র অংশ হিসেবে দেখা হবে। এ জন্য কর্পোরেট মন্ত্রক ইতিমধ্যেই আইনি ছাড়পত্র দিয়েছে। তাই কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে সচেতনতা প্রচারে সিএসআর-এর সুবিধা কী করে ব্যবহার করা যায়, তার পথ খুঁজতে বলা হয়েছে।’
কলকাতা পুরসভাকে বলা হবে শহরে তাদের জায়গায় যাতে বিনা পয়সায় কমিশনের প্রচারের হোর্ডিং ব্যবহার করা যায়। অন্যান্য পুরসভার সঙ্গেও জেলাশাসকদের এই প্রস্তাব নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। পূর্ত দফতরের হাতেও রাজ্য ও জাতীয় সড়ক-সহ বিভিন্ন বড় রাস্তার ধারে হোর্ডিং লাগানোর জায়গা রয়েছে। সেগুলি কমিশন ব্যবহার করতে চায়। পরিবহণ দফতরও সরকারি বাস ও বাস টার্মিনাসকে যাতে এই কাজে ব্যবহার করতে পারে সেই প্রস্তাব রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিভিন্ন রাজ্য সরকারি দফতরের কর্মচারীদের নিয়ে ‘ভোটার অ্যাওয়ারনেস ফোরাম’ গড়ে সচেতনতা করার পরমার্শ দেওয়া হয়েছে।
নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কেউ অপ্রীতিকর ছবি, বক্তব্য ফেসবুকে পোস্ট করলে সঙ্গে সঙ্গে তা যেন ব্লক করে দেওয়া হয়। কমিশন ইতিমধ্যেই ভোটের প্রচারে গুজব ও কুকথা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সাক্সেনা কমিটির সুপারিশ কার্যকর করতে চেয়ে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের ছাড়পত্র চেয়েছে।