আগামী রবিবার থেকে বিশাখাপত্তনমে টি টোয়েন্টি ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার ভারত সফর শুরু হচ্ছে ৷ তবে সিরিজ শুরুর আগেই ভারতের জন্য বোরো ধাক্কা ৷ চোটের জন্য ছিটকে গেলেন আসন্ন টি টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের দল থেকে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷
সময়টা সত্যিই ভালো যাচ্ছে না ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার! একটি টি ভি শোয়ে মহিলাদের সম্পর্কে কুমন্তব্যের জেরে সাসপেন্ড হয়েছিলেন তিনি। নির্বাসন কাটিয়ে দলে ফেরার পর বেশ ভালোই খেলছিলেন হার্দিক। কিন্তু ফের তিনি ভারতীয় দলের বাইরে চলে গেলেন। পিঠের ব্যথার জন্য ছিটকে গেলেন এবার৷
বিশ্বকাপ ও আইপিএলের ঠিক আগেই হার্দিকের চোট স্বভাবতই চিন্তায় রাখছে ভারতীয় দলকে ৷ আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দলে তাই রাখা হয়নি পান্ডিয়াকে ৷ টি২০-র দলে পান্ডিয়ার বদলি কাউকে নেওয়া না হলেও ওয়ান ডে স্কোয়াডে হার্দিকের পরিবর্তে দলে এলেন আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৷
বিশ্বকাপের আগে কোনওরকম ঝুঁকি নিতে রাজী নন নির্বাচকরা ৷ গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপের সময় থেকেই পিঠের চোটে ভুগছিলেন হার্দিক ৷ নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরে অস্ট্রেলিয়া সিরিজে তাই মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা ৷ তবে হার্দিক বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আগামী সপ্তাহ থেকেই ট্রেনিং করবেন বলে জানা গিয়েছে ৷