বাংলার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে কলকাতায় স্বনির্ভর গোষ্ঠীর জাতীয় স্তরের একমাত্র হস্তশিল্প মেলা হল সরস মেলা। বৃহস্পতিবার বিধাননগরের সেন্ট্রাল পার্কে কলকাতা সরস মেলার উদ্বোধন করলেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানেই বিজেপির প্রতি ক্ষোভ উগড়ে তিনি জানিয়ে দিলেন, “বিজেপি হনুমান, গরু, শিব, রাম – এইসব নিয়েই থাকুক। উন্নয়নের কাজ করব আমরা”।
শিবরাত্রির দিনে রাজ্যের সব শিবমন্দিরে বিজেপি জল ঢালবে বলেছে, এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তখনই সুব্রত ফের জানিয়ে দেন, সাধারণ মানুষের জন্যে কোন কাজই করেনি বিজেপি। পঞ্চায়েত মন্ত্রী আরও জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন, সুব্রত দা বাংলার উন্নয়ন করতে হলে গ্রামীণ বাংলার উন্নয়ন করতে হবে। রাস্তা, স্কুল, চাকরি, পুকুর কাটা, জল সরবরাহ ইত্যাদি এমন কোনও কাজ নেই যা গ্রাম বাংলার মানুষের জন্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর করে না”। বাংলা এবং বাংলার মানুষের ঞ্জন্যে কাজ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছে বারেবারে তা স্পষ্ট করে দেন তিনি।
এই মেলা চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। গতকালের অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন, মন্ত্রী ডঃ শশী পাঁজা, দমকলমন্ত্রী সুজিত বসু, মেয়র সব্যসাচী দত্ত, মন্ত্রী শ্যামল সাঁতরা, ছোটেন ডি লামা, জেলাশাসক অন্তরা আচার্য। উপস্থিত ছিলেন জাপানের কনসাল জেনারেল মাসাইউকি তাজা, মন্ত্রী মহম্মদ গুলাম রব্বানি-সহ আরও অনেকে।