কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গী হামলার ঘটনায় গোটা দেশই ক্ষোভের আগুনে জ্বলছে। ইতিমধ্যেই পাকিস্তানি গায়ক এবং অভিনেতাদের বলিউড থেকে বয়কট করা হয়েছে। আসন্ন ক্রিকেট বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা উচিত ভারতের, এ দাবিও করছেন একাংশ। এবং সেই দাবি ক্রমশই আরও জোরালো হচ্ছে। পরিস্থিতি বুঝে এবার ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার সরাসরি বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে।
তিনি বলেছেন, ‘তরুণ প্লেয়াররা কী বলছে, আমি তা নিয়ে মন্তব্য করব না। তবে ইমরানের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হলে অবশ্যই বলতাম, তুমি যখন দায়িত্ব নিয়েছিলে তখন বলেছিলে নতুন পাকিস্তান গড়বে। আবার তুমি এ-ও বলেছ, ভারত যদি এক পা এগোয়, তা হলে পাকিস্তান দু’পা এগোবে। আমি চাই, তোমার পাকিস্তান প্রথম উদ্যোগটা নিক। বন্ধুত্বের জন্য দু’পা এগোক। দেখবে, তা হলে ভারতও অনেকগুলো ধাপ এগোচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি রাজনীতিবিদ নই। আর তুমি তো আমার বন্ধু। ওয়াসিম, শোয়েব আখতারও আমার বন্ধু। বন্ধু, এবার তোমরা এক পা এগিয়ে দেখাও। তুমি যদি সত্যিই এই উদ্যোগটা নাও, তা হলে বলব, এ এক নতুন পাকিস্তান। সীমান্তে সন্ত্রাসের জন্য যারা দায়ী, তাদের আমাদের হাতে তুলে দাও। দেখবে এই উদ্যোগের পর ভারত থেকে কত প্রশংসা পাচ্ছ, কত বন্ধুত্বের হাত তোমাদের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে।’
ইমরানকে পুরনো দিনের কথা মনে করাতে গাভাসকার বলেন, ‘ভারতে তুমি ক্রিকেট খেলতে এসেছ। এখানে অতিথি হিসেবে সময় কাটিয়েছ। তাই পাকিস্তানের অন্য প্রধানমন্ত্রীর থেকে তুমি যে ভারতের মানুষদের বেশি চেনো, একথা জোরের সঙ্গে বলতে পারি। কোনও কথার প্রতিশ্রুতি আমার চাই না। চাই, কাজে তার প্রমাণ।’
তবে এতখানি বলার পর গাভাসকার এ-ও বলেছেন, “জানি না, আমার এই মন্তব্য ইমরানের কানে আদৌ পৌঁছবে কিনা। তবে যা বলেছি, তারপর ধৈর্য ধরে অপেক্ষা করব। দেখতে চাই, ও কী উদ্যোগ নেয়। ও যখন আমাকে বলেছিল, অবসর নিও না। শুনেছিলাম। আশা রাখি, ইমরানও আমার কথা মানবে। ভেবেছিলাম, ইংল্যান্ডে অবসর নেব। ইমরান তখন বলেছিল, ‘পাকিস্তান তোমাদের দেশে খেলতে আসছে। আমরা চাই ভারতকে হারাতে। তুমি যদি দলে না থাকো, তা হলে ভারতকে হারানোর সুখটা পূর্ণ হবে না।’ তবে এই কথাগুলো ছিল ক্রিকেট মাঠের। এখনকার বিষয়টা সম্পূর্ণ আলাদা। ক্রিকেটের থেকে এই বিষয়টা অনেক বেশি মানুষকে ছুঁয়ে যাচ্ছে।”
গাভাসকার জানিয়েছেন, ‘ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পর ওর সঙ্গে আর দেখা হয়নি। ও যদি একবার কিছু মনে করে, সেই কাজটা করেই দম নেয়। ও চেয়েছে নতুন পাকিস্তান গড়তে। আর সেটা গড়তে গেলে বন্ধুত্বের সম্পর্কের বিস্তার বেশি দরকার।’ ইমরানকে তো বার্তা দিলেন। কিন্তু বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি জানাতে পারে বিসিসিআই বলে যে খবর রটছে, সে সম্পর্কে তাঁর মত কী?
বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার জানিয়েছেন, ‘বোর্ড এই উদ্যোগ নিতেই পারে। কিন্তু সেটা কার্যকর হবে বলে মনে হয় না। কারণ অন্য দেশগুলো এতে রাজি হবে না। ওরা বলবে এটা ভারত-পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপার। তবে এক্ষেত্রে সরকার যা ঠিক করবে, দেশ যা ঠিক করবে আমি তার পক্ষে।’ তবে একইসঙ্গে গাভাসকার এ-ও স্মরণ করিয়ে দিয়েছেন যে, ‘একান্তই যদি ভারত পাকিস্তানের বিরুদ্ধে না খেলে, তা হলে আমাদেরই ক্ষতি। দু’পয়েন্ট পেয়ে যাবে পাকিস্তান।’ তাই তাঁর পরামর্শ, ‘ভারত তো এমনও করতে পারে, পাকিস্তানকে হারিয়ে দু’পয়েন্ট ছিনিয়ে ওদের বিশ্বকাপ থেকে ছিটকে দিল।’ গাভাসকরের বার্তা শুনে, পাক প্রধানমন্ত্রীর তরফে পাল্টা কী বার্তা আসে, এখন সেদিকেই নজর সকলের।