নগরায়ন করাই কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের মূল লক্ষ্য একথা এর আগেও বলেছেন তিনি। কলকাতাকে সুন্দর করে সাজানোর উদ্দেশ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি। তৈরি হচ্ছে গৃহহীনদের জন্যে বাড়িও। এবার ফিরহাদের আরও এক নতুন পদক্ষেপ। কলকাতাকে সুসজ্জিত এবং পরিকল্পিত মেগা সিটি হিসাবে গড়ে তুলতে ‘মাস্টার প্ল্যান’ তৈরি করতে চলেছে কলকাতা পুরসভা।
মঙ্গলবার পুর-বাজেট অধিবেশনের শেষ দিনে একাধিক প্রকল্পের ঘোষণা করেন মেয়র। সেখানেই তিনি জানান, রাজ্য সরকার, কেএমডিএ, পুরসভা, পুলিশ-সহ বিভিন্ন দফতর একসঙ্গে মাস্টার প্ল্যান প্রকল্পে কাজ করবে। এই প্ল্যান আগামী ২৫ বছর কাজ করবে।
মেগা সিটি ছাড়াও অন্যান্য প্রকল্প নিয়েও কথা বলেছেন হাকিম। তিনি বলেছেন দাবিহীন জমিতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে গরিব, ঠিকাপ্রজা এবং ভাড়াটেদের জন্যে সরকারি উদ্যোগে বাড়ি তৈরি করা হবে। তবে এই বাড়িগুলি ১৫ বছর অবধি বিক্রয় করা যাবে না। ইতিমধ্যে চেতলা, উল্টোডাঙা বস্তিতে এই বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গেছে।
মেয়র জানান, অঙ্গদানে কলকাতা নজির তৈরি করেছে। মরণোত্তর অঙ্গদানকারীকে শশ্মানে ভিআইপি পরিষেবা দিয়ে সম্মান জানাবে কলকাতা পুরসভা। যারা অঙ্গদান করেছেন তাঁদের মৃতদেহ সৎকারে কোনও খরচ নেবে না পুরসভা। শহরে অবৈধ নির্মাণ রুখতেও কড়া নজর রাখা হচ্ছে।