২০১৯ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর তারিখ জানা থাকলেও সূচি চূড়ান্ত ছিল না। মঙ্গলবার সূচিও চূড়ান্ত হলো, তবে সেটা প্রথম দুই সপ্তাহের। ২৩ মার্চ চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের আসর। দ্বিতীয় দিনেই মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ, প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সামনে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। আপাতত দুই সপ্তাহের সূচি প্রকাশ করা হয়েছে। তবে এই সূচি বদলও হতে পারে। লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক হওয়ার পরেই আইপিএলের সম্পূর্ণ সূচি প্রকাশ করা হবে।
প্রাথমিকভাবে ৫ এপ্রিল পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছে। এই সময়ের মধ্যে হবে ১৭টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচের পরদিনই কলকাতায় হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি নাইট রাইডার্স–সানরাইজার্স হায়দরাবাদ। আপাতত যে ১৭ ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে, তাতে অংশগ্রহণকারী ছ’টি দল চারটি করে ম্যাচ খেলবে। যার মধ্যে দুটি করে হোম ও অ্যাওয়ে ম্যাচ রয়েছে। একমাত্র দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের রয়েছে পাঁচটি ম্যাচ। যার মধ্যে দিল্লির রয়েছে তিনটি হোম ম্যাচ। বাঙ্গালোরের আবার রয়েছে তিনটে অ্যাওয়ে ম্যাচ।
সূচিটা একবার দেখে নেওয়া যাক–
২৩ মার্চ চেন্নাই–বাঙ্গালোর (চেন্নাই)
২৪ মার্চ কলকাতা–হায়দরাবাদ (কলকাতা)
মুম্বই–দিল্লি (মুম্বই)
২৫ মার্চ রাজস্থান–পাঞ্জাব (জয়পুর)
২৬ মার্চ দিল্লি–চেন্নাই (দিল্লি)
২৭ মার্চ কলকাতা–পাঞ্জাব (কলকাতা)
২৮ মার্চ বাঙ্গালোর–মুম্বই (বেঙ্গালুরু)
২৯ মার্চ হায়দরাবাদ–রাজস্থান (হায়দরাবাদ)
৩০ মার্চ পাঞ্জাব–মুম্বই (মোহালি)
দিল্লি–কলকাতা (দিল্লি)
৩১ মার্চ হায়দরাবাদ–বাঙ্গালোর (হায়দরাবাদ)
চেন্নাই–রাজস্থান (চেন্নাই)
১ এপ্রিল পাঞ্জাব–দিল্লি (মোহালি)
২ এপ্রিল রাজস্থান–বাঙ্গালোর (জয়পুর)
৩ এপ্রিল মুম্বই–চেন্নাই (মুম্বই)
৪ এপ্রিল দিল্লি–হায়দরাবাদ (দিল্লি)
৫ এপ্রিল বাঙ্গালোর–কলকাতা (বেঙ্গালুরু)