ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা তথা মেঘালয়ের গভর্নর তথাগত রায়। পুলওয়ামা হামলার পর ‘কাশ্মীরের সব কিছু বয়কট করুন” বলে নতুন করে বিতর্কে জড়ালেন তিনি।
ভারতীয় সেনার জনৈক অবসরপ্রাপ্ত কর্নেল আবেদন জানিয়েছেন, কাশ্মীরে বেড়াতে যাবেন না। আগামী দু’বছর অমরনাথে যাবেন না। কাশ্মীরি দোকান থেকে জিনিসপত্র কিনবেন না। প্রতিবছর শীতে যে কাশ্মীরি ব্যবসায়ীরা আসে, তাদের থেকে কিছু কিনবেন না। যা কিছু কাশ্মীরি, সবই বয়কট করুন। আমি তাঁর কথা সমর্থন করি। এই মর্মে টুইট করেছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। তার পরেই শুরু হয়েছে বিতর্ক। যদিও সেই অবসরপ্রাপ্ত কর্নেলের পরিচয় জানাননি রাজ্যপাল তথাগত রায়।
বেশ কয়েকটি টুইট করেছেন তথাগত রায়। তার মধ্যে একটিতে ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, ‘পাকিস্তানের সেনাবাহিনী এখন কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে তারা কী করেছিল? তারা যথেচ্ছ খুন ও ধর্ষণ করত। ভারতের কাছে চাবুক না খেলে তারা পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন হতে দিত না। আমি বলছি না আমাদের সেনাবাহিনীকে তেমন করতে হবে’।
তথাগতের এই টুইটের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, এই ধর্মান্ধরাই কাশ্মীরকে খাদের অতলে ঠেলে দিচ্ছে। তথাগত যদি এমনটাই মনে করেন, তাহলে কাশ্মীরের নদী থেকে ভারতের জন্য বিদ্যুৎ উৎপাদন করেন কেন? আবদুল্লার মতে, তথাগতর মতো মানুষ কাশ্মীর চান কিন্তু কাশ্মীরিদের চান না। তাঁর মতো লোকেরা আমাদের সমুদ্রে বিসর্জন দিতে চান। কিন্তু তাঁর জানা উচিত, একটাকে বাদ দিয়ে অপরটাকে পাওয়া যায় না।