পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের সন্তানের শিক্ষার দায়িত্বভার গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন বীরেন্দ্রর সহবাগ। ভারতের প্রাক্তন এই তারকা ক্রিকেটার জানিয়েছেন, শহিদদের ছেলে-মেয়েরা তাঁর প্রতিষ্ঠিত স্কুলে পড়াশুনা করতে পারবে। আর সেটাও সম্পূর্ণ বিনামূল্যে। বরাবরই তিনি একটু অন্যরকম ভাবতে ভালবাসেন। যখন খেলতেন। ছিলেন চূড়ান্ত আক্রমণাত্মক। প্রথম বল থেকেই মারতে শুরু করতেন। উল্টোদিকে যে বোলারই থাক। কাউকে রেয়াত করেননি। সেকারণেই তিনি এত জনপ্রিয়। খেলা ছাড়ার পড়েও বীরুর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। সোশ্যাল মিডিয়ায় তিনি ভীষণ জনপ্রিয়। এবার বীরুর মানবিকতায় মুগ্ধ দেশবাসী। হরিয়ানা পুলিসে চাকরি করেন বক্সার বিজেন্দর সিং। তিনি একমাসের মাইনে তুলে দিচ্ছেন শহিদদের পরিবারের হাতে। বিজেন্দর বলেছেন, ‘পুলওয়ামায় জঙ্গি হানায় শহিদদের পরিবারের হাতে একমাসের মাইনে তুলে দিচ্ছি। সবাই এগিয়ে আসুন। জওয়ানদের পরিবারকে সাহায্য করুন। এটা আমাদের কর্তব্য। দেশের জন্য তাঁরা জীবন দিয়েছেন।’
নিজের ট্যুইটার পেজে ছবিসহ নিহত জওয়ানদের একটি তালিকাও পোস্ট করেন সহবাগ। সেখানে তিনি লেখেন, ‘জম্মু ও কাশ্মীরে সিআরপিএফের উপর কাপুরুষোচিত হামলার শোকে মুহ্যমান গোটা দেশ। দুঃখ প্রকাশের জন্য কোনও ভাষা নেই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি আমি।’