রাজ্যে পর্যটন শিল্পের উন্নতির রাজ্য সরকারের উদ্যোগে হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট গড়বে রাজ্য। বৃহস্পতিবার কলকাতায় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব পর্যটন শিল্পের সমৃদ্ধির নেপথ্যে হসপিটালিটি সেক্টরের বিশেষ ভূমিকার কথা বলেন। হসপিটালিটি সেক্টর বা আতিথেয়তা ব্যবসার উন্নতির প্রয়োজনে দরকার দক্ষ ও প্রশিক্ষিত কর্মী। তাই কর্মীদের এই পেশায় প্রয়োজনীয় শিক্ষা দিতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ার কথাও রাজ্য সরকার ভাবছে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী।
জলপাইগুড়ির গাজলডোবায় ‘ভোরের আলো’ পর্যটন প্রকল্পের অধীনে একটি ইনস্টিটিউট গড়ার ইচ্ছা প্রকাশ করেন গৌতম দেব। তিনি বলেন, লোকসভা ভোট মিটলেই বাগডোগরা বিমানবন্দর এলাকার উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। বালুরঘাট, কোচবিহার এবং বার্নপুরে বিমানবন্দর তৈরির কাজ চলছে। মন্ত্রীর বক্তব্য, “সব মিলিয়ে রাজ্য সরকারের ৪৩ টি পর্যটন প্রকল্প হাতে রয়েছে, একে ১০০ তে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে জোরকদমে”।
রাজ্যর পর্যটন সচিব পর্যটন শিল্পে আধুনিকীকরণের জোয়ার আনতে ডিজিটাল মার্কেটিংয়ে জোর দেওয়ার কথাও বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন সচিব অত্রি ভট্টাচার্য। তিনি বলেন, “পর্যটন শিল্পের সুবিধা হল, এতে অপেক্ষাকৃত কম বিনিয়োগে বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায়। সব দেশই এখন পর্যটন শিল্পে আলাদা গুরুত্ব দিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করছে। এরাজ্যও তাতে পিছিয়ে নেই”।