স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে এক বছর চুক্তি বাড়ালেন কোচ ভালভার্দে। এক বছরের মেয়াদ বাড়িয়ে ২০২০ পর্যন্ত তাকে ন্যু ক্যাম্পে রেখে দিয়েছে লা লিগার টেবিল টপাররা। তবে চুক্তিতে শর্ত রাখা হয়েছে যে সন্তোষজনক ফল করলে আরও একটি মরশুম ভালভার্দেকে বার্সেলোনার প্রশিক্ষণের দায়িত্ব পালন করতে হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে অ্যাথলেটিক বিলবাও থেকে ভালভার্দেকে কোচ করে এনেছিল বার্সেলোনা। বার্সেলোনাকে গত মরসুমে লা লিগা ও কোপা দেল’রের জোড়া শিরোপা জেতান ভালভার্দে। চলতি মরসুমেও তার অধীনে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কাতালানরা। তাই ৫৫ বছর বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের উপরই আস্থা রাখলো বার্সেলোনা।
চলতি মেয়াদ পূর্ণ হবার আগেই তার সঙ্গে নতুন করে চুক্তি সারলো বার্সেলোনা কর্তৃপক্ষ। বার্সার কোচ হয়ে ৯৬ ম্যাচের ৬৫টিতেই জয় পেয়েছেন কোচ ভালভার্দে।