শীতের শেষ লগ্নে এসে বাতসে বসন্তের ছোঁয়া। পথে আলপনা দিচ্ছে শুকনো ঝরা পাতা আর গাছ নতুন পাতাদের দখলে। বাংলাদেশ তাদের বাংলা ক্যালেন্ডার আগেই পাল্টে নিয়েছে। বাংলাদশে আজ পয়লা ফাল্গুন।
এটা ফেব্রুয়ারি, একুশের মাস। ভাষা শহিদদের স্মরণে কর্মব্যস্ত বাংলাদেশ। তরুণ প্রজন্ম ভালোবাসায় মুড়ে রেখেছে তাঁদের মাতৃভাষাকে। তার সাথে যুক্ত হয়েছে ফাল্গুনবরণ উৎসব। ইতিমধ্যেই কর্পোরেটের ছায়ায় বিকশিত ফাল্গুন। সকাল থেকেই তাই ব্যস্ততা ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বাংলা গানের আসর বসেছে বকুলতলায় সাথে আছে বিশেষ অনুষ্ঠান।
হলদে রঙে সেজেছেন তরুণীরা, বেনীতে হলদে ফুল। বৃহস্পতিবার প্রেমের দিন। তবে বাঙালির ভালবাসার দিন তো ফাগুনেই। ষোলোয়ানা বাঙালিয়ানায় তাঁরা প্রমাণে ব্যস্ত ১৪ ফেব্রুয়ারি বিদেশিদের প্রেমের দিন হতে পারে, তবে তাঁদের কাছে বসন্তেই প্রেম আসে বাতাসে ভর দিয়ে। পলাশ শিমুলের দেশে কোকিল ডাকলেই বসন্ত।
ঢাকায় চলছে একুশে বইমেলা। বসন্তের সাথে বইয়ের এক অনাবিল যোগ, যেমন বসন্তে প্রেম আছে তেমনই বইয়ে। তাই তারুণ্যের উচ্ছ্বাস মেলা প্রাঙ্গণে। মেলা প্রাঙ্গণে কথা হল বাংলাদেশের বিশিষ্ট কবি–প্রাবন্ধিক সোহরাব হাসানের সঙ্গে। বইমেলা ও বসন্তের উচ্ছ্বাস প্রসঙ্গে বললেন,‘বইয়ের সঙ্গে বসন্তের কোনও বিরোধ নেই। বই–ই তো প্রেমের প্রেরণা। তাই বইমেলায় প্রাণের উচ্ছ্বাস স্বাভাবিক।’ এমনিতে দিন দিন আকারে ও পরিসরে বাড়ছে বইমেলা। বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণ রাস্তা ডিঙিয়ে চলে এসেছে সোহরাওয়ার্দি উদ্যানে। সবমিলিয়ে বাংলাদেশ বই ও বসন্তে মিলেমিশে একাকার। গাছে গাছে পলাশের আনাগোনা, প্রকৃতি ব্যস্ত বসন্ত বরণে।