কাশ্মীরের জঙ্গি কবলিত পুলওয়ামার কাকপোরার কাছে একটি বেসরকারি স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণ। সূত্রের খবর অনুযায়ী ১০ জন পড়ুয়া আহত হয়েছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং উপস্থিত আছে বম্ব স্কোয়াড৷
সাধারণত প্রবল শীতের কারণে কাশ্মীরে এই সময় স্কুল বন্ধ থাকে৷ পুলওয়ামার স্কুলটি এদিন কেন খোলা ছিল তা জানার চেষ্টা চলছে৷ কোনও কোনও সূত্র জানাচ্ছে, বিশেষ ক্লাসের জন্য খোলা হয়েছিল স্কুলটি৷ আইইডি ফেটে এই বিস্ফোরণ কিনা তা এখনও অবধি পরিস্কার নয়৷ হামলার পিছনে কারা তা জানার চেষ্টা চলছে৷