গ্রাহকদের কেবল্ ও ডিটিএইচ চ্যানেল পছন্দের তালিকা জমা দেওয়ার সময়সীমা ৩১ মার্চ অবধি বাড়ানো হল। প্রথমে চূড়ান্ত সময়সীমা ছিল ২০১৮ সালের ২৯ ডিসেম্বর তারপর সেটা বাড়িয়ে এবছরের ৩১ জানুয়ারি করা হয়েছিল।
নতুন নির্দেশিকায় বেশিরভাগ কেবল্ টিভি গ্রাহকের খরচ বাড়বে। এই বিষয় অনুধাবন করে জিটিপিএল-কেসিবিপিএল, হ্যাথওয়ে ও এর মতো ডিপিও-দের গ্রাহকদের জন্য ‘বেস্ট ফিট প্ল্যান’ নিয়ে আসার অনুরোধ করছে ট্রাই। ‘বেস্ট ফিট প্ল্যান’-এর মানে হল, একজন গ্রাহক মাসে যত টাকা দিচ্ছেন, সেই টাকাতে বিভিন্ন ভাষার বিভিন্ন ধরনের চ্যানেল যেন দেখা যায় সেটা সুনিশ্চিত করা।
ট্রাই জানিয়েছে, দেশে মোট ৬ কোটি ৭০ লক্ষ ডিটিএইচ ও ১০ কোটি কেবল্ টিভি গ্রাহকদের মধ্যে আড়াই কোটি ও সাড়ে ছয় কোটি গ্রাহক নিজেদের পছন্দের চ্যানেলের তালিকা জানিয়েছেন। তবে একথাও ঠিক যে এখনও কলকাতা-সহ অন্যান্য অঞ্চলের অনেক গ্রাহকই নতুন ব্যবস্থায় যেতে পারেননি।
গতকাল ট্রাইয়ের তরফে বলা হয়েছে, অনেক গ্রাহক পে চ্যানেল না বাছায় সেগুলি আর তাঁরা দেখতে পাচ্ছেন না। সেই কারণে, যে গ্রাহকেরা এখনও পছন্দের তালিকা জমা করেননি তাঁদের জন্য ডিপিও-দের অনুরোধ করা হয়েছে তাঁরা যেন তাঁদের জন্য ‘বেস্ট ফিট প্ল্যান’ তৈরি করে।