আগামী মরশুমে জুভেন্টাসের জার্সি পরে খেলতে দেখা যাবে অ্যারন র্যামসেকে। আর্সেনালের এই মিডফিল্ডারটির সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে ‘ওল্ড লেডি অব তুরিন’এর। ২৮ বছর বয়সী ওয়েলসজাত র্যামসে জুলাইয়ের প্রথম দিনেই জুভেন্তাসে যোগ দেবেন। এদিন তিনি বলেছেন, ‘১১ বছর ধরে আর্সেনালে রয়েছি। তাই সমর্থকদের জন্য খারাপ অবশ্যই লাগছে। আশা করি, ওরা আমার ক্লাব ছাড়াকে অন্য চোখে দেখবেন না।’
ব্রিটিশ ফুটবলারের সবচেয়ে বেশি বেতনের রেকর্ড চুরমার করে দিয়েছেন আর্সেনালের অ্যারন র্যামসে।মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, র্যামসের বেতন হতে যাচ্ছে মাসে ১৬ লাখ পাউন্ড। যা কোনো ব্রিটিশ খেলোয়াড়ের নেই। শুধু তাই নয়, সারাবিশ্বে বেতনের দিক দিয়ে আট নম্বরে থাকছেন ইংলিশ এই ফুটবলার। এই বেতনে কাইলিয়ান এমবাপে ও মেসুত ওজিলকে পেছনে ফেলে দেবেন তিনি।