কেন্দ্রের নানা রাজনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে আরও একবার গর্জে উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী কলম। ‘চাবি’ শীর্ষক কবিতায় মোদী সরকারকে কার্যত ধুয়ে দিলেন মমতা। আজ সোমবার সোশ্যাল মিডিয়ায় হাতে লেখা ওই কবিতার পাতাটিই ছবি তুলে পোস্ট করেছেন তিনি।
কবিতাটির শিরোনাম ‘চাবি’।
শুরু থেক শেষ কোথাও বিজেপির নাম না থাকলেও বোঝা যায় এখানে কেন্দ্রের শাসক দলকেই আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। ১৮ লাইনের কবিতার ছত্রে ছত্রে সামাজিক ও রাজনৈতিক ঘটনার বিশ্লেষণ করেছেন মমতা। গণতন্ত্রের কন্ঠরোধের চেষ্টার বিরুদ্ধে তোপ দেগেছে তাঁর কলম। এই রাজনৈতিক শক্তি যে তাদের উদ্দেশ্য সিদ্ধ করতে পারবে না, শেষ কয়েকটি চরণে সেই আশাও প্রকাশ পেয়েছে কবিতায়।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই সাংস্কৃতিক আন্দোলন এবং সৃজনশীল প্রতিবাদে বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী নেত্রী থাকার সময়ও বার বার কবিতা এবং প্রবন্ধ লিখে প্রতিবাদ করেছন। নিজেই মাঝে মধ্যে বলেন বই লিখে ছবি এঁকে আর গানে সুর দিয়েই দল চালাই। এর আগেও এনআরসির প্রতিবাদে কলম ধরেছিলেন কবি মমতা। লিখেছিলেন ‘পরিচয়’ কবিতাটি। সঙ্ঘের বিরুদ্ধে কলম ধরে লিখেছেন ‘নাম নেই’ কবিতা। এবার ফের কলম ধরলেন। গণতন্ত্রের কন্ঠরোধের প্রতিবাদে লিখলেন ‘চাবি’ কবিতা।