গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তথা মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়। বাবুনের গাড়ির পিছনে অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারে। গাড়ির কাচ ভেঙে একটি টুকরো গেঁথে যায় মুখ্যমন্ত্রীর ভাইয়ের কপালে।
রক্তাক্ত অবস্থায় বাবুনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কাচের টুকরো বের করেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। হাসাপাতাল সুত্রে জানানো হয়েছে, সেলাই করতে হয়নি ফুটবল সচিবের কপালে। ক্ষতস্থানে ব্যান্ডেজ করে সেওয়া হয়েছে। রবিবার টিমের সঙ্গেই বাবুন কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে।
শনিবার গোয়ায় ছিল মোহনবাগান বনাম চার্চিল ব্রাদার্সের ম্যাচ। টিমের সঙ্গেই সেখানে গিয়েছিলেন ফুটবল সচিব। নিজের হোটেল থেকে টিম হোটেলে আসার পথেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ফুটবল সচিব হিসেবে বাবুনের হাত ধরেই আট বছর পর ঘরোয়া লিগ জেতে মোহনবাগান। কিন্তু আই লিগে এসেই মুখ থুবড়ে পড়ে দল। দু’দুটো বড় ম্যাচ হারের পর লিগের আশা শেষ হয়েই গেছিল। তবু গায়ে জ্বর নিয়েই টিমের সঙ্গে গোয়া গিয়েছিলেন বাবুন। কিন্তু সেই ম্যাচও ড্র করে বাগান। সব মিলিয়ে মোহনবাগানের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না।
