তেমন কারিকুরি না পারলেও, ডি-বক্সে ক্ষিপ্র ও কার্যকরী এক গোলশিকারি ছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালা। আক্রমণভাগের এক প্রান্ত থেকে কোনো সতীর্থ ডিবক্সে ক্রস পাঠালে হেড করে হোক, বা পা দিয়ে শট করে হোক, বলটা প্রতিপক্ষের জালে জড়াতেন তিনি। এমনকি নিজের জীবনের শেষ গোলটাও এভাবে ক্রসে মাথা ঠেকিয়ে করেছেন। এ মরসুমে নান্তেসের হয়ে ১৯ ম্যাচ খেলে ১২ গোল করেছেন তিনি। নান্তেসের হয়ে ক্যারিয়ারে ১৪৪ ম্যাচে ৪৮ গোল করা সালার এই ক্ষিপ্রতা দেখেই তাঁকে দলে আনতে চেয়েছিল ইংলিশ ক্লাব কার্ডিফ সিটি। কার্ডিফ সিটিতে যোগ দেওয়ার পথে উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারানো এই স্ট্রাইকারের জার্সি নম্বরকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নান্তেস ক্লাব কতৃপক্ষ।
তবে শুধু নান্তেস নয়, নিজেদের প্রাক্তন খেলোয়াড়কে সম্মান জানিয়ে অনেক ক্লাবই সেই খেলোয়াড়ের ব্যবহার করা জার্সি নম্বরকে অবসরে পাঠিয়েছে। তারা মনে করেছে, উক্ত খেলোয়াড় ওই নম্বরের জার্সি পরে ক্লাবের হয়ে যা কিছু করেছেন, সেই কীর্তি টপকানো সম্ভব নয়। বা কেউ কেউ নান্তেসের মতো শুধুমাত্র তাদের মৃত খেলোয়াড়কে সম্মান জানানোর জন্যই জার্সি নম্বরকে অবসরে পাঠিয়েছে, ক্লাবের হয়ে সেই খেলোয়াড় তেমন কিছু করুক বা না করুক।