প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের সমস্ত চা-বাগান খুলে দেওয়ার এবং চা শ্রমিকদের পেনশন দেওয়ার দাবি নাস্যাৎ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গের জনসভায় মোদী বলেন, ‘বন্ধ চাবাগান খুলিয়েছে কেন্দ্রীয় সরকার’। তারপর তিনি দাবি করেন, চা শ্রমিক-সহ সব শ্রমিকের জন্য পেনশন প্রকল্প চালু করেছে তার সরকার। এরই জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একেবারে ভুল কথা’। তাঁর প্রশ্ন, ‘একটাও ডানকানের বাগান ওঁরা খুলিয়েছেন? রাজ্য বাগান খুলিয়েছে’?
মমতা বলেন, ‘উনি কোনও দিন চা বিক্রিই করেননি। চা তৈরি করতেও জানেন না’। টি বোর্ডের কর্তাদের বক্তব্য, ডুয়ার্সে বন্ধ হয়ে যাওয়া ডানকান গ্রুপের সাতটি বাগান অধিগ্রহণের নোটিস দিয়েছিলেন তাঁরা। তবে আইনি জটিলতায় বাগান খোলা সম্ভব হয়নি।
মোদীর সভায় হাজিরাও ছিল অনেক কম। বিজেপি সূত্রেও সে কথা বলা হচ্ছে। সভায় হাজির অনেকেই বলছেন, জন বার্লা বা মনোজ টিজ্ঞার বক্তৃতার সময়েও বেশি হাততালি পড়েনি।
শুধু চা-ই নয়, উত্তরবঙ্গের উন্নয়নপর্বকে কটাক্ষ করতে গিয়ে মোদী কাঠ ও পর্যটনের প্রসঙ্গও টেনেছেন। জবাবে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, ‘কেন্দ্রীয় সরকারের রিপোর্টই বলছে পর্যটনে আমরা উন্নতি করেছি। আমরা বিদেশি পর্যটক টানার ক্ষেত্রেও ৪ নম্বরে পৌচেছি’।
