আগে থেকেই ক্ষোভ জমেছিল লোকসভায় পেশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে। সেইসঙ্গে সম্প্রতি জুড়েছে সারদা। তাই গতকাল সন্ধ্যায় দু’দিনের উত্তর-পূর্ব সফরে গুয়াহাটি পৌঁছেই কালো পতাকা দেখতে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নাগরিকত্ব আইন সংশোধনী বিলের বিপক্ষে আন্দোলনকারী যৌথ মঞ্চ গুয়াহাটির একাধিক স্থানে কালো পতাকা দেখায় তাঁকে।
গুয়াহাটি বিশ্ববিদ্যালয় পার করার সময়ে বিজেপির নেতা-মন্ত্রীদের সামনেই আসু তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো-ব্যাক’ স্লোগান দেয়। রাজভবনে যাওয়ার পথে আসু ভবনের সামনেও কালো পতাকা দেখানো হয় মোদীকে। আসাম ছাত্র সংগঠন আজ রাজ্যে বনধ ডেকেছে। পরিকল্পনা, সর্বত্র মোদীর কুশপুতুল পোড়ানো। জানা গেছে, আসাম-অরুণাচল দু’রাজ্যেই মোদীর সফর বয়কট করবে বিভিন্ন সংগঠন।
আন্দোলনকারী যৌথ মঞ্চের উপদেষ্টা অখিল গগৈ বলেন, ‘উত্তর-পূর্বকে হাতিয়ার করে মোদী আসলে পশ্চিমবঙ্গে ভোট জোগাড়ের চেষ্টা করছেন।’ আবার অরুণাচল কংগ্রেস জানাচ্ছে, কাল প্রধানমন্ত্রীর সভার কাছে প্রতিবাদের চেষ্টা হবে। না হলে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ জানানো হবে। নাগরিকত্ব বিলের প্রতিবাদে ত্রিপুরায় প্রধানমন্ত্রীর সমস্ত অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে জনজাতি ছাত্র সংগঠন তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন। আজ উত্তর-পূর্বে মোদীকে বিক্ষোভকারীদের হাতে পর্যুদস্ত হতে হয় কিনা, সে দিকেই চোখ থাকবে গোটা দেশের।