সিপিএমের কেন্দ্র ও রাজ্য নেতাদের সম্পূর্ন উল্টো পথে হেঁটে সিবিআই-কলকাতা পুলিশ সঙ্ঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানালেন লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্য। সিবিআই-কে দিয়ে তদন্তের নামে বাংলার সরকারের ওপর মোদী সরকার ষড়যন্ত্রমূলক হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
একটি প্রেস বিবৃতিতে সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, ‘সামনে লোকসভা নির্বাচন। ঠিক সেইসময় সিবিআইকে কাজে লাগিয়ে তদন্তের নামে রাজ্য সরকারের ওপর হামলা করছে কেন্দ্র। আমরা এর তীব্র নিন্দা করছি। বিজেপি নেতারা রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাপিয়ে দেওয়ার রব তুলছেন। দেশের সংবিধান ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে মোদী সরকারের চক্রান্ত স্পষ্ট হয়ে গেছে’।
কেন্দ্রের এই চক্রান্তের বিরুদ্ধে রাজ্যবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দীপঙ্কর বলেন, ‘মুকুল রায়কে সঙ্গে নিয়ে বিজেপি এই দুনীর্তিবিরোধী লড়াই লড়তে পারে না। বিজেপির বিরুদ্ধে এর থেকেও অনেক বড় ও ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। নোট–বাতিল, রাফাল কাণ্ড ও পুঁজিপতিদের মাধ্যমে দেশে লুঠতন্ত্র প্রতিষ্ঠা করার অসংখ্য নজির তৈরি করেছে বিজেপি। তাদের মুখে দুর্নীতি নির্মূল করার কথা চূড়ান্ত হাস্যকর’।