দোরগোড়ায় লোকসভা নির্বাচন। আর এই মুহূর্তে দেশের বিরোধীদের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য এমন জায়গায় পৌঁছেছে যে কেউই মোদী অ্যান্ড কোম্পানীকে এক ইঞ্চি জায়গা ছাড়তেও নারাজ। তাই নিজেদের ভাবমূর্তিও স্বচ্ছ করার তাগিদে ফের ‘গিমিক’-এর পথই বেছে নিয়েছিল তারা। সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের মহিলা প্রতিনিধিদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। যাতে নির্বাচনের আগে উত্তাপ খানিকটা কমিয়ে আনা যায়। আর তাদের সম্পর্কে কী ভাবছে অন্যান্যরা তারও আঁচ করা যায়।
এই মধ্যাহ্নভোজের উদ্যোক্তা কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কাউর বাদল। সেখানে বিজেপি ছাড়াও কংগ্রেস এবং ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টিকে আমন্ত্রণ করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, সাংসদ কিরণ খের-এর পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন এনসিপি-র সুপ্রিয়া সুলে, ডিএমকে-র কানিমোঝিও।
তবে দেখা গেল, সেই মধ্যাহ্নভোজে যোগ দিয়েও বিরোধী ঐক্যের ছবি তুলে ধরেছেন আহমেদ প্যাটেল, সতীশচন্দ্র মিশ্র, রামগোপাল যাদব, জয়া বচ্চন, কানিমোঝি, ডেরেক ও’ব্রায়েন, দীনেশ ত্রিবেদী, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, ফারুক আব্দুল্লা এবং মিসা ভারতী। বিরোধীরা যে সব জায়গায়, সব রকম অবস্থাতেই ঐক্যবদ্ধ তার একটি ছবিও পোস্ট করেছেন তাঁরা। ফলে এই মধ্যাহ্নভোজ দিয়ে ছক্কা হাঁকানোর যে ছক কষেছিল এনডিএ সরকার, তা বাস্তবে সম্ভব হয়ে উঠল না বলেই মনে করছেন রাজনৈতিক মহল।