রবিবার সিবিআই বনাম কলকাতা পুলিশের দ্বৈরথের ঘটনার পর এবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিকে ফোন করে উষ্মাপ্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জানা গেছে, ফোনে মিনিট খানেক কথা হয় দুজনের মধ্যে। গোটা ঘটনাকে নাকি ‘অভূতপূর্ব ও অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন রাজনাথ। তিনি প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন যে, কলকাতার সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছে স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু তাই নয়, জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনের পর তড়িঘড়ি দিল্লীতেও ডেকে পাঠানো হল রাজ্যপালকে। যদিও কেন ডেকে পাঠানো হয়েছে কেশরীনাথকে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। উল্লেখ্য, রাজনাথ সিংয়ের ফোনের পরই সেন্ট্রাল আইবি-র অ্যাডিশনাল ডিরেক্টরকে ডেকে পাঠান রাজ্যপাল।
অন্যদিকে, কলকাতা পুলিশ বনাম সিবিআই দ্বৈরথ যে আসলে কেন্দ্রের মোদী সরকারের ষড়যন্ত্রের ফল, তা স্পষ্ট জানিয়ে দিয়ে গতকালই গণতন্ত্র ও সংবিধানকে রক্ষার দাবিতে মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেন্দ্রের বিরুদ্ধে এই চরম সংঘাতের পথে প্রায় সবকটি বিজেপি-বিরোধী দলেরই সমর্থন পেয়েছেন তিনি। ধর্না শুরুর পর থেকেই তাঁর সমর্থনে মুখ খোলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। ধর্না এখনও চলছে। জানা গেছে আজ কলকাতায় এসে তাতে যোগ দিতে পারেন তেজস্বী যাদব ও দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। অন্যদিকে, ইতিমধ্যেই ধর্নামঞ্চে এসে যোগ দিয়েছেন অখিলেশ যাদবের প্রতিনিধি কিরণময় নন্দ।