শ্রীকান্ত মোহতার পর কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমারকে সিবিআই গ্রেফতার করতে পারে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। একই সঙ্গে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ৩ দিন ধরে বেপাত্তা রাজীব কুমার। নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকেও গরহাজির ছিলেন তিনি। এই খবর অস্বীকার করল কলকাতা পুলিশ। একইসঙ্গে এমন ভিত্তিহীন খবর ছড়ানোর জন্য আইনি ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুলিশ।
একটি বিবৃতিতে কলকাতা পুলিশ জানিয়েছে, শনিবার থেকে সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে, সারদাকাণ্ডে কলকাতা পুলিস কমিশনার রাজীব কুমারের খোঁজ করছে সিবিআই। এমনকি তিনি তিন দিন ধরে বেপাত্তা বলে খবরও করা হয়েছিল। এই ধরনের খবর ভিত্তিহীন। তার তীব্র নিন্দা করছে কলকাতা পুলিশ।
পাশাপাশি কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, কলকাতা পুলিস কমিশনার শহরেই রয়েছেন। নিয়মিত অফিসেও আসছেন। মাঝে ৩১ জানুয়ারি একদিনের জন্য ছুটি নিয়েছিলেন রাজীব কুমার।
ভিত্তিহীন খবর ছড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিস। তাদের সতর্কবার্তা, সঠিক তথ্য জোগাড় না করে কলকাতা পুলিস ও কমিশনারের মানহানি করা হয়ে থাকলে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।
