সদ্য ব্রিগেড সেরে গেছেন। তার একদিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টিকে ফের উসকে দিলেন মোদী-বিরোধী মহাজোটের অন্যতম শরিক নেতা কুমারস্বামী। আজ সোমবার তিনি বলেন, ‘মমতার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে’।
কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী আজ জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভালো প্রশাসক। দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাঁর আছে। এতবছর ধরে বাংলার ক্ষমতায় থেকে সেই যোগ্যতা অর্জন করেছেন তিনি’। পাশাপাশি কুমারস্বামী জানান, এই মহাজোট জাতীয় দলের বিকল্প হয়ে উঠতে পারে।
নরেন্দ্র মোদীকে সরাতে জোট বেঁধেছে বিরোধী দলগুলি। কলকাতায় ব্রিগেডের মহাসমাবেশ থেকে মোদীকে সরানোর আওয়াজ তুলেছে ২২ টি রাজনৈতিক দলের নেতারা। তারই রেশ ধরে আজ কুমারস্বামী জানান, ‘কেন্দ্রের সরকারের প্রতি মানুষ তিতিবিরক্ত। সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। তাই বিকল্প খোঁজা শুরু হয়েছে’। এই কথার রেশ ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেন কুমারস্বামী। জানান, দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওঁর আছে’।
মমতা বন্দ্যোপাধ্যায় এখন সারা দেশের নেত্রী। আগেই একথা বলেছিলেন পাটনা সাহিবের বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। প্রাক্তন রাজ্যপাল এমকে নারায়ণন এবং গোপালকৃষ্ণ গান্ধীও দেশের বাকি নেতাদের থেকে মমতাকে অনেক বেশী যোগ্য আখ্যা দিয়েছিলেন। এবার তারই প্রতিধ্বনি শোনা গেল কুমারস্বামীর গলাতেও।