বারুইপুর: ক্রমশ হিন্দু বিদ্বেষের রোগ ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশ জুড়ে। হিন্দুদের নির্যাতন চলছে ওপার বাংলায়। কিন্তু তাতেও বিরোধী দলনেতা ইউনুসের নামে গলা শুকোচ্ছেন। সম্প্রতি শুভেন্দু অধিকারীর গলায় শোনা গিয়েছে ইউনুসের দরাজ প্রশংসা। সেই অডিও ক্লিপ শুনিয়ে বিজেপির হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee)
হিন্দুত্বের পতাকা উড়িয়ে, হিন্দু জাগরণের যে চিত্র বিজেপি শিবির এঁকেছে তার নেপথ্যের মিথ্যাচারের মুখোশ খুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিন্দুত্বকে হাতিয়ার করে ভোটবাক্সে ফায়দা তোলার চেষ্টা করে গেরুয়া শিবির, সেই দলের নেতা হয়ে শুভেন্দু কীভাবে ইউনুসের নামে গলা শুকোচ্ছেন? সে নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা।
শুক্রবারে বারুইপুরের রণসংকল্প সভা থেকে শুভেন্দু অধিকারীর অডিও ক্লিপ শোনান অভিষেক।(Abhishek Banerjee) ওই অডিও ক্লিপে শোনা গিয়েছে শুভেন্দু বলছেন, “এটা সরকার চলছে? এর থেকে ইউনুসের সরকার ভালো চলছে বাংলাদেশে।” এই মন্তব্যের বিরুদ্ধেই এবার অভিষেক বললেন, “এরা বাংলাদেশ নিয়ে বড় বড় কথা বলে। ধমকানি দেয়। চমকায়। শুভেন্দু অধিকারী বড় বড় ভাষণ দিচ্ছে। আপনারা গত ২০ দিন বা এক মাসে বাংলাদেশে যে নির্মমভাবে হিন্দুদের মারা যাচ্ছে, দীপু দাসকে খুন করা হয়েছে, তা দেখছেন। আর যার নেতৃত্বে হিন্দুদের মারা হচ্ছে তাদের সার্টিফিকেট দিচ্ছে। এই হল বিজেপির হিন্দুত্ব।”
শুধু তাই নয়, শুভেন্দুকে মামলা করার চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। বলেন, “আমি মিথ্যে বলছি না। কথা শোনালাম। দরকার হলে আমার বিরুদ্ধে মামলা করুক। প্রমাণ হয়ে যাবে, দুধ কা দুধ। পানি কা পানি।” প্রসঙ্গত, হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আবার উন্নয়নকে হাতিয়ার করে এগোচ্ছে শাসক তৃণমূল। এহেন পরিস্থিতিতে শুভেন্দুর এমন ইউনুস স্তূতি বিজেপির জন্য যথেষ্ট অস্বস্তিকর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।




