বারুইপুর: শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সভা থেকে বিজেপিকে তুলোধনা অভিষেকের।(Abhishek Banerjee) এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। এসআইআর ইস্যুতে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে ‘বাংলাদেশি, পাকিস্তানি’ বলে মন্তব্য করেছেন। এবার সেই মন্তব্যকে হাতিয়ার করেই বিজেপিকে তুলোধনা অভিষেকের।
কয়েকদিন আগে দিনহাটার সিতাই ব্লকের আদাবাড়ি ঘাটে একটি কর্মসূচিতে যোগ দিয়ে অনন্ত মহারাজ দাবি করেন, এসআইআর তালিকায় নাম বাদ গেলে পাঠিয়ে দেওয়া হবে ডিনেটশন ক্যাম্পে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা বলেছেন বলে দাবি অনন্তের। তারপরই তিনি বলেন, “প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি। প্রমাণটা কে করবে? ওঁরাই তো বাংলাদেশি।” তাঁর যুক্তি, “দেশের মাথারাই বাংলাদেশি, আমরা কাকে কাগজ দেখাব।” তা নিয়েই আজ, শুক্রবার বিজেপিকে বিঁধেছেন অভিষেক।
অভিষেক(Abhishek Banerjee) বলেন, “বিজেপির সাংসদই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে বাংলাদেশি, পাকিস্তানি বলছে।” বিজেপিকে কটাক্ষ করে বলেন, “বিজেপির এমএলরা যাঁকে ভোট দিয়ে পাঠিয়েছে সংসদে তাঁরাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি, বাংলাদেশি বলছে।”
প্রসঙ্গত, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে রণসংকল্প সভার শুরু করলেন তিনি। বক্তব্যের ছত্রেছত্রে বিঁধলেন বিজেপির কেন্দ্রীয় ও বঙ্গ নেতাদের। উঠে আসে এসআইআর প্রসঙ্গে করা অনন্তের মন্তব্য। এ প্রসঙ্গেই বিজেপিকে নিশানা করে তোপ দাগলেন অভিষেক।




