বারুইপুর: শুক্রবার বারুইপুরে সাগর সংঘ মাঠের জনসভায় হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee) গোটা র্যাম্প হেঁটে জনতার মাঝে যান দলের ‘সেকেন্ড ইন কমান্ড’। মঞ্চে উঠেই হাঁটু গেড়ে বসে মাথা নত করে জনতাকে প্রণাম করেন। সেই মঞ্চ থেকেই তিনি ছাব্বিশের নির্বাচনের আগেভাগেই টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বাংলার ‘দম’ নিয়ে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চ্যালেঞ্জ অভিষেকের।(Abhishek Banerjee) বললেন, ”এবার গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি বাংলা কী।পরেরবার মমতা যাবেন।” ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও ভালো ফলাফলের লক্ষ্যে দলীয় কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, ”দক্ষিণ ২৪ পরগনার কোনও আসনে যেন তৃণমূলের জয়ের ব্যবধান ৫০ হাজারের নিচে না নামে”, ।
শুধু তাই নয়, এদিনের মঞ্চ থেকে বিজেপিশাসিত সরকারগুলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বললেন, ”যদি কেউ বাংলার মতো মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারেন নিঃশর্তভাবে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন।”
এদিন বারুইপুরের জনসভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ”একুশের চেয়ে ভোট শতাংশ এবং আসন সংখ্যা বাড়াতে হবে।” তিনি বলেন, ”ছাব্বিশে দক্ষিণ ২৪ পরগনায় সব আসন জিততে হবে। একত্রিশে ৩১”




