বারুইপুর: আসন্ন বিধানসভা নির্বাচন। এবার ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করেই ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee) ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির মাধ্যমে মাঠে নেমে রণনীতি সাজাতে সিদ্ধহস্ত অভিষেক। শুক্রবার বারুইপুরে প্রথম রণসংকল্প সভা করেন তিনি। তবে তৃণমূলের শক্ত ঘাঁটি বারুইপুর থেকেই কেন এই কর্মসূচির শুরু! সেই কারণেরই ব্যাখ্যা দিলের তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার দুপুরে বারুইপুরের সাগরসংঘ মাঠে প্রথম রণসংকল্প সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee) এদিনের রণসংকল্প সভার মঞ্চ থেকে সেই কারণই ব্যাখ্যা করলেন অভিষেক। কর্মীদের বেঁধে দিলেন টার্গেট। বললেন, দক্ষিণ ২৪ পরগনার ৩১ টি আসনের সবকটিই জিততে হবে।
বক্তব্যের শুরুতেই অভিষেক বলেন, বারুইপুর তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। কেন বারুইপুর থেকেই কর্মসূচির সূচনা করা হল, অনেকেই নাকি তাঁকে এ প্রশ্ন করেছে। নিজেই জবাব দিলেন তিনি। অভিষেক বলেন, “আমরা যখন কোনও শুভ কাজে যাই বাবা-মায়ের আশীর্বাদ নিই। ওদের আশীর্বাদ ছাড়া কোনও কাজ হয় না। কালীঘাট আমার জন্মভূমি হলে দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর আমার কর্মভূমি। তাই আপনাদের আশীর্বাদ, স্নেহকে পাথেয় করে কর্মসূচি শুরু করলাম।”
পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ছাব্বিশে দক্ষিণ ২৪ পরগনার সব আসন জিততে হবে। একত্রিশে ৩১।” এদিনের মঞ্চ থেকে কর্মীদের ভোকাল টনিক দিয়ে ছাব্বিশের টার্গেট বেঁধে নিলেন অভিষেক।
উল্লেখ্য, এদিনের সভায় ছিলেন ডায়মন্ড হারবার, যাদবপুর ও সুন্দরবন সাংগঠনিক জেলার নেতা-কর্মীরা। মঞ্চে উঠেই হাঁটু গেড়ে বসে মাথা নত করে জনতাকে প্রণাম জানান অভিষেক। তাঁকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা।




