কলকাতা: অ্যান্টিবায়োটিক(Antibiotics) এবং অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সক্রিয় হচ্ছে রাজ্য। এবার অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে রাজ্যস্তরে ‘স্টেট অ্যান্টিবায়োটিক অ্যাকশন প্ল্যান’ চালুর পথে হাঁটছে রাজ্য সরকার। অ্যাকশন প্ল্যান তৈরি করছে রাজ্য। যথেচ্ছ অ্যান্টিবায়োটিক মানুষের জন্য বিপদ বাড়াতে পারে। তাই এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার রুখতে সিদ্ধহস্ত রাজ্য।
আগামী ৯ জানুয়ারি দফতরের উদ্যোগে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই রাজ্যস্তরের অ্যাকশন প্ল্যানের খসড়া চূড়ান্ত হতে পারে। এই বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের পদাধিকারীরাও থাকবেন। স্বাস্থ্য দফতর ছাড়াও প্রাণিসম্পদ, মৎস্য, পরিবেশ দফতরগুলিকে একত্রে আনা হচ্ছে। এর ফলে ওয়ানওয়ে প্ল্যান তৈরি হচ্ছে। যেমন, কোথায় মশার উপদ্রব বেশি সেটা চিহ্নিত করে গাপ্পি মাছ চাষে জোর দেওয়া হবে। পশুপালন, বন দফতরকেও যুক্ত করা হতে পারে।
উল্লেখ্য,গত একবছর ধরে অ্যান্টিবায়োটিক(Antibiotics) এবং অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সক্রিয় হয়েছে রাজ্য। কোন কোন অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহার মানুষের কাছে বিপজ্জনক হয়ে উঠছে তা চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি নতুন নীতিতে হাসপাতালে ইন্ডোর, আউটডোর বা আইসিসিইউতে কোন পরিস্থিতিতে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে সে ব্যাপারেও স্পষ্ট গাইডলাইন থাকবে। কোন কোন ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের নিয়ন্ত্রণ করা দরকার সেটিও উল্লেখ করা থাকছে।




