লখনউ : ঘন কুয়াশার আরবণ। যার জেরে খেলা হল না এক বলও! বুধবার লখনউয়ের একানা স্টেডিয়ামে বাতিল হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ। কারণ, অত্যধিক বায়ুদূষণ এবং সেই কারণে সৃষ্ট গভীর কুয়াশা। স্বাভাবিকভাবেই এ নিয়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়।(BCCI) লখনউয়ে বাতাসের এই পরিস্থিতির জন্য সে রাজ্যের সরকার ও স্থানীয় প্রশাসন দায়ী, এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু এই প্রশ্নও উঠছে, এই সময় উত্তর ভারতে দূষণের এহেন পরিস্থিতির কথা জেনেও কেন লখনউয়ে ম্যাচ রাখা হল? সে রাজ্যে ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ ৪১১। যা প্রবল ক্ষতিকারক।
বায়ুদূষণের কথা ভেবে নভেম্বরের ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের কেন্দ্র পাল্টে নয়াদিল্লি থেকে ইডেন করে দিয়েছিল ভারতীয় বোর্ড।(BCCI) বদলে গত অক্টোবর মাসে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট হয়, যা আদতে ইডেনে হওয়ার কথা ছিল। শীতের সময় উত্তর ভারতে বায়ুদূষণ ভয়াবহ জায়গায় যায়, তা সবারই জানা। তা হলে কেন আগাম সতর্কতা নেওয়া হল না? প্রশ্ন তুলেছেন অনেকেই।
ক্রিকেটমহলের অনেকেই বলছেন, উত্তর ভারতে এই সময় ম্যাচ দেওয়াটা অদূরদর্শিতার পরিচায়ক। আগামী মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ রাখা হয়েছে দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতের শহরগুলিতে। আসলে বিসিসিআই ভেন্যু ঠিক করে রোটেশনের ভিত্তিতে। সেই হিসাবেই দক্ষিণ আফ্রিকা সিরিজ উত্তর ভারতে এবং নিউজিল্যান্ড সিরিজ পশ্চিম এবং দক্ষিণ ভারতে রাখা হয়েছে। কিন্তু এই ব্যাপারটা অনায়াসে বদলে দেওয়া যেত। ডিসেম্বরের এই ম্যাচ দক্ষিণ ভারতে এবং জানুয়ারির ওই সিরিজ উত্তর ভারতে করা যেত। তাহলে দূষণের পরিস্থিতি এত ভয়ঙ্কর হত না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।




