প্রতিবেদন : তাঁর ফিরে আসা যেন ঠিক রূপকথার মতোই। মহিলা বিশ্বকাপের জন্য নির্বাচিত প্রাথমিক দলে ছিলেন না। কিন্তু প্রতীকা রাওয়াল আচমকা চোট পাওয়ায় দলে জায়গা পান। আর তারপর বিশ্বকাপ ফাইনালে ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করে ভারতকে এনে দেন বিশ্বজয়ের খেতাব। সেই শেফালি বর্মার(Sefali Verma)সাফল্যমুকুটে এবার জুড়ল আরও একটি পালক। আইসিসি’র নভেম্বর মাসের সেরা মহিলা ক্রিকেটার হলেন তিনি।
বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৮ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেন শেফালি।(Sefali Verma)এরপর বল হাতে সুনে লুস ও মারিজান কাপকে পরপর দুই ওভারে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দেন। ৭ ওভারে তাঁর বোলিং পরিসংখ্যান ছিল ৩৬ রানে ২ উইকেট। এহেন অলরাউন্ড পারফরম্যান্সের জন্য তিনি পান ম্যাচের সেরার পুরস্কার। অথচ তার আগে শেষ বছর দু’য়েক ভালো যায়নি শেফালির। এমনকী সেমিফাইনালে নামার আগে শেষবার ভারতের হয়ে শেফালি খেলেছেন এক বছর আগে। কিন্তু প্রত্যাবর্তনেই ফের জ্বলে ওঠেন হরিয়ানার বিধ্বংসী ওপেনার।
শেফালি জানিয়েছেন, “আমার প্রথম বিশ্বকাপের অভিজ্ঞতা পরিকল্পনামাফিক হয়নি। তবে আমি যেরকম ভেবেছিলাম, তার থেকে ভালো ব্যাট করেছি। আমি দলের সাফল্যে অবদান রাখতে পেরেই খুশি। ঘরের মাঠে প্রথমবার বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। মহিলাদের মাসের সেরা প্লেয়ার হয়ে গর্বিত। এই পুরস্কার আমি সতীর্থ, কোচ ও পরিবারের সকলকে উৎসর্গ করতে চাই। তারা সব সময় আমার পাশে ছিল। আমরা দল হিসেবে জিতি বা হারি। তাই এই পুরস্কার তাদেরও।”




