নয়াদিল্লি : ফের বড়সড় প্রশ্নের মুখে আইএসএল।(ISL) এখনও কাটেনি জট। সোমবার সুপ্রিম কোর্টে যাচ্ছে আইএসএল ক্লাবগুলি। সেখানে বর্তমান পরিস্থিতি তুলে ধরে তারা জানতে চাইবে, এই কঠিন পরিস্থিতিতে তাদের করণীয় ঠিক কী। ফেডারেশনের তরফ থেকে বারবারই বলা হচ্ছে বিষয়টি এখন কোর্টের বিচারাধীন। এখনও পর্যন্ত কোনওরকম সদুত্তর মেলেনি। ফলত ফের কোর্টের দ্বারস্থ হচ্ছে ক্লাবগুলি।
গত বুধবার আইএসএল(ISL) ক্লাবগুলি একটি বৈঠকে বসেছিল। এই বৈঠকে অন্য ক্লাবের সঙ্গে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রতিনিধিরাও। পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, তাই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনাও হয়। সেখানেই সোমবার ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত হয় বলে জানা গিয়েছে। এদিকে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ ক্লাব জোটকে তাদের চিঠির প্রাপ্তি স্বীকার করে জানিয়েছেন, ক্লাব জোটের চিঠি তাঁরা পেয়েছেন। একই সঙ্গে সবাই মিলে এই সমস্যা খুব দ্রুত সমাধান করার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
চিঠির ১২ নং পয়েন্টে বলা হয়েছে একসঙ্গে ক্লাবগুলি লিগ আয়োজন করতে চায়। সেই পয়েন্ট তুলে ধরে সত্যনারায়ণ আরও বলেছেন, ফেডারেশন আগেই এই ধরনের একটি প্রস্তাবের কথা জানিয়েছিল ক্লাবগুলিকে। একই সঙ্গে তিনি ক্লাব জোটদের জানিয়েছেন, আগামী ২০ ডিসেম্বর ফেডারেশনের জেনারেল মিটিংয়ে এই ক্লাব জোটের এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সেই আলোচনা থেকে যা নির্যাস উঠে আসবে, তা জানিয়ে দেওয়া হবে ক্লাব জোটকে।
তবে সত্যনারায়ণ নিজে এই বিষয়টি ক্লাবগুলিকে জানালেও, ক্লাবের প্রতিনিধিরা নিজেরাও জানেন ফেডারেশনের সভায় এই প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা কম। কারণ, যদি এই কাঠামোয় লিগটি অনুষ্ঠিত হয় তাহলে পুরো ক্ষমতাই ফেডারেশনের হাত থেকে চলে যাওয়ার সম্ভবানা ক্লাবগুলিয হাতেই। একই সঙ্গে ক্লাবগুলোও জানে এত অল্প সময়ের মধ্যে দেশের সেরা লিগ আয়োজন করা তাদের পক্ষেও প্রায় অসম্ভব। তার অন্যতম কারণ এই বিশাল আয়োজনের জন্য তাদের হাতে সময় বড় অল্প। এর পরেই বড়দিনের ছুটি পড়ে যাবে। তারপরই নতুন বছর। এমন পরিস্থিতিতে ছোট আকারে লিগ করতে গেলেও যা পরিকাঠামো প্রয়োজন, তা আয়োজন করাও যথেষ্টই কঠিন। এমতাবস্থায় পুরো বিষয়টিই সংশয়ে।




