নয়াদিল্লি : ফের ভারতে হামলার ছক কষছে পাকিস্তান? এমনটাই অনুমান করলেন পশ্চিমাঞ্চলীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল মনোজকুমার কাটিয়ার। তবে এও আশ্বাস দিলেন, ‘অপারেশন সিঁদুর ২.০’-র(Operation Sindoor 2.0) জন্য প্রস্তুত ভারত।
অতিসম্প্রতিই সেনাকর্তার কাছে জানতে চাওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর ২.০'(Operation Sindoor 2.0) আরও ভয়ঙ্কর হবে কিনা তা নিয়ে। এও প্রশ্ন করা হয়, ফের পহেলগাঁও হামলার মতো জঙ্গি হামলা করতে পারে কিনা পাকিস্তান। জবাব দেওয়ার সময় তিনি বলেন, পাকিস্তান এভাবেই ভারতের ক্ষতি করতে চায়। সেনা এর মোকাবিলা করতে প্রস্তুত বলেই জানিয়েছেন তিনি।
মনোজকুমার কাটিয়ার, ”অতীতের চেয়ে এবারের জবাব আরও ভয়ংকর হবে। আরও বেশি শক্তিশালী। হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন। অপারেশন সিঁদুর ২.০ আরও ভয়ংকর হবে। এতে কোনও সন্দেহ নেই। ওদের আমাদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা নেই। ওরা যুদ্ধ করতে চায় না। হাজার ক্ষতের মাধ্যমে ভারতকে রক্তাক্ত করা’র নীতি অনুসরণ করে দুষ্কর্ম করে।”

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের চার জঙ্গি। তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোররাতে অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি।




