বর্ধমান : ক্রমাগত ভারী বর্ষণ। তার উপর রাজ্যকে না জানিয়ে একের পর এক জলাধার থেকে জল ছাড়ছে ডিভিসি।(DVC )যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা এখনও বন্যাকবলিত। নিচু এলাকাগুলি জলমগ্ন। মঙ্গলবার বর্ধমানে প্রশাসনিক কর্মসূচিতে গিয়ে ফের ডিভিসিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ”এবার লাগামছাড়া বৃষ্টি। আর ডিভিসির ছাড়া জল জেলাগুলিতে ভাসিয়ে দিচ্ছে”, স্পষ্ট জানালেন তিনি।
এবছরের বর্ষার মরশুমে মাইথন, পাঞ্চেতের মতো জলাধারগুলি থেকে লাগাতার জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন।(DVC) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির কাছে আবেদন জানিয়েছেন যে, বাঁধগুলি থেকে জল ছাড়ার আগে যেন রাজ্যের প্রতিনিধিদের জানানো হয়। কিন্তু তারপরও ডিভিসি কাউকে না জানিয়ে জল ছাড়ছে বলে অভিযোগ। আর বৃষ্টির জমা জলের পাশাপাশি এই জলেও নিম্ন এলাকাগুলি প্লাবিত হয়। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা-সহ নানা এলাকা জলমগ্ন। বাধা পাচ্ছে দুর্গাপুজোর আয়োজনও।

এদিন বর্ধমান থেকে তিনি বললেন, ”এবার লাগামছাড়া বৃষ্টি হচ্ছে। আর ডিভিসির ছাড়া জল জেলাগুলিতে ভাসিয়ে দিচ্ছে। ওরা মাইথন, পাঞ্চেত বাঁধ থেকে যেমন ইচ্ছে জল ছাড়ছে। বারবার বলার পরও শুনছে না।” এরপরই তিনি ঘোষণা করেন, বর্ষার জলে যেসব বাড়ি ভেঙেছে, তা মেরামতির জন্য অর্থ দেবে রাজ্য সরকার। জেলাশাসক ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা সংশ্লিষ্ট দফতরে জমা দিলে তার ভিত্তিতে অর্থ বরাদ্দ এবং বণ্টন করা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে ক্ষতিগ্রস্তরা।