কলকাতা : মাদার টেরিজার(Mother Teresa) জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯১০ সালের ২৬ আগস্ট মেসিডোনিয়ার স্কোপিতে জন্ম হয় অ্যাগনেস বোইয়াক্সিউয়ের। তাঁর ডাক নাম রাখা হয় ‘গোস্কসা’। গোস্কসা মূলত একটি তুর্কি শব্দ, যার অর্থ ‘কুসুমকলি’। তিনিই মমতাময়ী মাদার টেরিজা। ১৮ বছর বয়সে সন্ন্যাসব্রত গ্রহণ করতে তিনি আয়ারল্যান্ডে যান এবং সেখানে লোরেটা সিস্টারদের সঙ্গে যোগ দেন। এরপর ‘সিস্টার্স অব লোরেটো’ মিশনারির হয়ে ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ধর্মপ্রচারের কাজ করেন তিনি।
মাদারের(Mother Teresa) জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মমতা(Mamata Banerjee) লেখেন, “মাদার টেরিজা (সেন্ট টেরিজা অফ ক্যালকাটা)-এর জন্মবার্ষিকীতে আমি তাঁকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই। মাদার ছিলেন শান্তি, সৌভ্রাতৃত্ব এবং মানবতার প্রতীক। মানুষের প্রতি ভালোবাসা কোন পর্যায়ে যেতে পারে, সেবা কত নিঃস্বার্থ হতে পারে – মাদার তা সারা বিশ্বকে দেখিয়ে গিয়েছেন। সারা বিশ্ব জুড়ে আমার মতো অগণিত মানুষকে তাঁর এই মানবপ্রেম অনুপ্রাণিত করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ভালোর জন্য আরো কাজ করে যেতে।”

পাশাপাশি, মমতার কথায়, “আমার পরম সৌভাগ্য আমি তাঁর মতো মানুষের সান্নিধ্যে আসতে পেরেছিলাম এবং তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক সুরক্ষার অন্য নানা দিকে আমরা যে সহস্র কর্মকান্ডে জড়িয়ে আছি, তার পিছনে অনেকটা প্রেরণা তো তাঁরই।”