কলকাতা: টানা বৃষ্টির পরে অবশেষে একটু স্বস্তি পেয়েছেন রাজ্যবাসীম তবে খুব বেশিদিনের শান্তি নয়। ফের নিম্নচাপের চোখরাঙানিতে পরিবর্তন হবে আবহাওয়ার।(Weather )আগামী ২৪ ঘণ্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে দুর্যোগ। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
জানা যাচ্ছে, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা অব্যাহত। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কোনও সতর্কতা নেই। তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া(Weather )দফতরের পূর্বাভাস, দক্ষিণেও চলবে বৃষ্টির দাপট। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দুর্যোগের সম্ভাবনা বাড়বে। ওই দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে। শুক্রবারও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।