দেরাদুন: গত কিছুদিন ধরেই ভারী বৃষ্টির জেরে জর্জরিত উত্তরাখণ্ডের বাসিন্দারা।ফুঁসছে একাধিক নদীও। এর মধ্যেই মেঘ ভাঙা বৃষ্টির(Cloud Burst)জেরে হড়পা বান চামোলিতে। এই ভয়াবহ দুর্যোগের জেরে দোকানপাট, ঘরবাড়ি সহ একাঢিক গাড়ি তছনছ হয়ে গিয়েছে। খোঁজ মিলছে কয়েকজন বাসিন্দার। জানা গিয়েছে, এই বানের জেরে মৃত্যু হয়েছে একজনের।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভোররাতে আচমকা মেঘভাঙা বৃষ্টি(Cloud Burst)শুরু হয় চামোলির বিস্তীর্ণ এলাকায়। যার জেরে লাগওয়ারা গ্রামে এক তরুণীর মৃত্যু হয়। থারালি বাজার, কোটদীপ এবং থারালি ব্লকের বহু এলাকা বালি, পাথর ও কাদায় ঢেকে গিয়েছে। শহুরে এলাকায় পার্কিংয়ে থাকা বহু গাড়ি ক্ষতিগ্রস্ত। চেপদাঁও বাজার ও থারালি বাজারের অনেক দোকানে বালি-কাদা-জল ঢুকেছে। একাধিক রাস্তায় বালি-কাদা জমে পুরোপুরি বন্ধ। একাধিক স্থানীয় বাসিন্দার নিখোঁজ হওয়ার খবর মিলছে। প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হচ্ছে উত্তর ভারতের একাধিক রাজ্য। বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কাশ্মীরের মতো পাহাড়ি রাজ্যগুলিতে ভুমিধস, হড়পা বান, মেঘ ভাঙা বৃষ্টির মতো ভয়াবহ বিপর্যয় কার্যত নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।