নয়াদিল্লি : বৃহস্পতিবার, সংসদের বাদল অধিবেশনের(Parliament Monsoon Season)শেষ দিনেও বাংলা ও বাঙালির হেনস্থার প্রতিবাদে মুখর হল সংসদ চত্বর। অভিনব ভঙ্গিমায় প্রতিবাদ জানাল তৃণমূল। কেবল স্লোগান নয়, এদিন জীবনানন্দ, রবীন্দ্রনাথ, নজরুলের কবিতা ধ্বনিত হল তৃণমূল সাংসদদের কণ্ঠে।
বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা ও বাঙালির উপর হেনস্থা, ‘বাংলাদেশি’ সন্দেহে ধরপাকড়, ‘পুশব্যাক’ বিতর্কে কেন্দ্র বিরোধী প্রতিবাদে আলোড়িত সারা ভারত। বাংলার শাসকদল তৃণমূল সর্বপ্রথম বিষয়টি নিয়ে সরব হয়। ধীরে ধীরে ভাষা-সন্ত্রাস নিয়ে বাংলার পাশে দাঁড়িয়েছে অন্যান্য আঞ্চলিক দলগুলিও।

সংসদের বাদল অধিবেশনে(Parliament Monsoon Season)প্রায় প্রতিদিনই তৃণমূল সাংসদরা এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। অধিবেশন শুরুর আগে হাতে পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা। ‘বাংলার অপমান মানছি না, মানব না’ বলে সমস্বরে স্লোগান তোলেন ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মৌসম নূর, জুন মালিয়া, মহুয়া মৈত্ররা। সংসদ চত্বরে দৃপ্তকণ্ঠে রবীন্দ্রনাথের কবিতাও আবৃত্তি করে শোনান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, বস্তুত বাংলা এবং বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদের মঞ্চ হিসাবে সংসদকেই বেছে নিয়েছে তৃণমূল। অধিবেশনের প্রায় প্রতিদিনই এই ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। স্লোগান, পোস্টার সবই হয়েছে। একাধিক ক্ষেত্রে শরিক দলের সদস্যরাও তাতে শামিল হয়েছেন। আর বৃহস্পতিবার তৃণমূলের বিক্ষোভে দেখা গেল অভিনবত্ব।