শ্রীনগর: বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে বড়সড় বিপদের মুখে তীর্থযাত্রীরা। জম্মুতে খাদে পড়ে গেল তীর্থযাত্রীদের বাস।(Pilgrims Bus Accident) দুর্ঘটনার জেরে মৃত্যু হল একজনের। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৯ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে।
Read More: কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাঙালি পড়ুয়াদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মার! চাঞ্চল্য ছড়াল শিয়ালদহে
একদল তীর্থযাত্রী নিয়ে উত্তর প্রদেশের কাটরা থেকে বৈষ্ণোদেবীর মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। জম্মু থেকে পাঠানকোটগামী হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ই ঘটে যায় দুর্ঘটনা।(Pilgrims Bus Accident) এক্স হ্যান্ডেলে শোকপ্রাকশ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দফতরের তরফে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, চাকা পিছলে গাড়িটি ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই ১ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃত তীর্থযাত্রীর নাম ইকবাল সিং আমরোহা। অন্যদিকে দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৯ জন। যার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতরা সাম্বার একটি হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত ৭ জন তীর্থযাত্রীকে বিজয়পুর এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়ছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1958480311806783780
মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দপ্তরের তরফে। জানানো হয়েছে, “ সাম্বা জেলায় মাতা বৈষ্ণোদেবীর তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনায় এক জনের মৃত্যু এবং আরও অনেক মানুষ আহত হওয়ায় মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন।”