কলকাতা: এতদিন ভিনরাজ্যে বাংলাভাষী মানুষ হেনস্থার শিকার হচ্ছিলেন। এবার বাংলাতেও বাঙালিদের উপর অত্যাচার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের(Calcutta University) পড়ুয়াদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ হিন্দিভাষী ব্যবসায়ীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শিয়ালদহে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিয়ালদহ রেলব্রিজ চত্বরে।
Read More: ফের ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে কতদিন চলবে বৃষ্টি! জানাল আলিপুর আবহাওয়া দফতর
বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের(Calcutta University) কারমাইকেল হস্টেলের এক ছাত্র শিয়ালদহ ব্রিজের নিচের একটি মোবাইল সরঞ্জামের দোকান কিছু কিনতে গিয়েছিলেন। দরদাম নিয়ে দোকানির সঙ্গে বচসা বাঁধে বলে অভিযোগ। এরপর হস্টেলে ফিরে যান ছাত্র। কিছুক্ষণ পর সহপাঠিদের নিয়ে ফের ওই দোকানে যান। এরপরই অশান্তি চরম আকার নেয়।

সেই সময়ে এলাকার হিন্দিভাষী ব্যবসায়ীরা ওই যুবকদের বাংলাদেশি তকমা দেয়। এরপরেই তাদের উপর চালানো হয় অত্যাচার। বাংলাদেশি তকমা দিয়ে মারধর করে ওই ব্যবসায়ীরা। ঘটনায় গুরুতর জখম ৪ ছাত্র। মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা। জানা যাচ্ছে, গুরুতর যখন পাওয়ায় ওই ছাত্রদের তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। এরপর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাদের। এদিন রাতেই তারা থানায় লিখিত অভিযোগ জানান।
Link: https://x.com/ekhonkhobor18/status/1958478202894160267
প্রসঙ্গত, বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষী মানুষদের ওপর চালানো হচ্ছে অত্যাচার। মারধর, হেনস্থার শিকার হচ্ছেন বাংলাভাষী মানুষেরা। অন্যান্য রাজ্যে বাংলা ভাষা বললেই তাদের বাংলাদেশী তকমা দেওয়া হচ্ছে এবং চলছে হেনস্থা। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন। বাংলা ভাষাকে সুরক্ষিত রাখার জন্য পথেও নেমেছেন তিনি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে প্রতিবাদের সুর চড়া করেছেন। এই আবহেই এবার অন্য কোনও রাজ্যে নয় খাস কলকাতাতে এহেন ঘটনা রীতিমতো আলোড়ন ফেলেছে।