কলকাতা: বর্ষা চলে গেলেও বিদায় নিচ্ছে না বৃষ্টি। সারা রাজ্যজুড়ে অব্যাহত বৃষ্টির দাপট। এর মধ্যেই ফের ঘূর্ণাবর্ত! যার জেরে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকেই ভারী বর্ষণ।(Weather Update) উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। সমুদ্র উত্তাল হবে, যার ফলে শুক্র ও শনিতে মৎস্যজীবীদের জন্য জারি নিষেধাজ্ঞা।
Read More: ভারত-বাংলাদেশ সীমান্তের বিস্তৃত এলাকায় নেই কাঁটাতারের বেড়া! সংসদে স্বীকার করল স্বরাষ্ট্রমন্ত্রক
বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গ ভাসবে বৃষ্টিতে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।(Weather Update) বৃষ্টির সম্ভাবনা তিলোত্তমাতেও। তবে আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে। সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি।

উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার এবং আগামিকাল শুক্রবার উপরের দিকে জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নিচের দিকের জেলা অর্থাৎ মালদহ ও দুই দিনাজপুরে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1958471857490837881
পাশাপাশি, সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার ও শনিবার মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাব পড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। এদিকে মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে সরছে সক্রিয়ভাবে। যার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যার জেরে বৃষ্টির বিদায় এখনই হচ্ছে না।