নয়াদিল্লি : সকালেই দিল্লির মালব্যনগর ও করোল বাগের দু’টি স্কুল ওড়ানোর হুমকি ইমেল(Threat Mail) এসেছিল। আর যতই বেলা বাড়ল, হুমকি ইমেল পাওয়া স্কুলের সংখ্যাটা দুই থেকে পৌঁছল ৫০-এ! যদিও স্কুলগুলির তালিকা জানায়নি দিল্লি পুলিশ। তবে সব ক্ষেত্রে ইমেল মারফতই স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। দ্রুত স্কুলগুলি ফাঁকা করে তল্লাশি শুরু হয়। এখনও পর্যন্ত বিস্ফোরক বা সন্দেহজনক কিছু মেলেনি বলেই জানিয়েছে।
Read More: সংসদে ২ মহিলা তৃণমূল সাংসদকে হেনস্থা! অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু ও বিট্টু
তবে এখনই তদন্ত থামাচ্ছে না রাজধানীর পুলিশ। এখনও ইমেলগুলিকে ভুয়ো বলতে রাজি নয় তারা। যে আইডি থেকে ইমেল পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দিল্লির এক পুলিশ কর্তা জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই স্কুল খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবারই দিল্লির অন্তত ৩২টি স্কুল বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। যদিও পরে দেখা যায় সবটাই গুজব। দিনদুয়েকের মধ্যেই এবার ফের একই ধরনের হুমকি পেল আরও ৫০টি স্কুল।

এদিন সকালে হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে দুই স্কুল কর্তৃপক্ষ। দ্রুত খবর যায় পুলিশে। সঙ্গে সঙ্গে দুই স্কুলেই হাজির হয় স্নিফার ডগ ও বম্ব ডিজপোজাল স্কোয়াড। ঘটনাস্থলে হাজির হয় দমকলও। পুলিশ স্কুল ও পার্শ্ববর্তী এলাকায় তন্নতন্ন করে খুঁজে দেখেও সন্দেহজনক কিছু পায়নি। পরে একই ভাবে তল্লাশি চালানো হয় বাকি স্কুলগুলিতেও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1958153071089025418
উল্লেখ্য, গত সোমবার অন্তত ৩২টি স্কুলে বোমার হুমকি-সহ উড়ো ফোন যায়। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও তল্লাশি করে কোথাও কিছুই পাওয়া যায়নি। দিল্লির দমকল বিভাগ জানিয়েছিল, সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১২টা ২৫ মিনিট পর্যন্ত সময়কালের মধ্যেই স্কুলগুলিতে ফোন করা হয়েছিল। এসেছিল হুমকি মেলও।(Threat Mail) এদিনের মতো সেই সময়ও বম্ব ডিজপোজাল ও ডগ স্কোয়াড নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়।