নয়াদিল্লি : বুধবার কেন্দ্রের সংবিধান সংশোধনী বিল পেশ নিয়ে তোলপাড় হয় লোকসভা।(Parliament) বিক্ষোভ দেখান বিরোধীরা। সেই আবহে তৃণমূল কংগ্রেসের ২ মহিলা সাংসদ, মিতালি বাগ ও শতাব্দী রায়কে হেনস্থা করার অভিযোগ উঠল কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও রভনীত বিট্টুর বিরুদ্ধে। সংসদের বাইরে বিজেপি সাংসদদের বিরুদ্ধে গর্জে উঠলেন মিতালি।
Read More: দক্ষিণবঙ্গে ফের ভারী বর্ষণ, কেমন থাকবে উত্তরের আবহাওয়া! জানাচ্ছে আবহাওয়া দফতর
এদিন লোকসভায়(Parliament) তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫। ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা। গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনও মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষাকবচ না পান, সেটাই নিশ্চিত করা হবে ওই বিলে। প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীপদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে।

বিলটির বিরোধিতা করেছেন কংগ্রেস-সহ পুরো বিরোধী শিবির। ইন্ডিয়া জোটের বক্তব্য, এটা আসলে বিরোধীদের নির্বাচিত সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র। এদিন শাহের বিল পেশের সঙ্গে সঙ্গেই সরব হন বিরোধীরা। ওয়েলে নেমে প্রতিবাদে শুরু করেন তৃণমূল সাংসদরা। ছিঁড়ে ফেলা হয় বিলের কপি। বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করে দিতে হয়। অভিযোগ, সেই সময়ই তৃণমূল সাংসদ মিতালি বাগ ও শতাব্দীকে ধাক্কা দেওয়া হয়। কার্যত হেনস্থার মুখে পড়েন তাঁরা। মিতালি বাগের অভিযোগ, কিরেন রিজিজু ও রভনীত বিট্টুর ধাক্কা দেন তাঁদের।
Link: https://x.com/ekhonkhobor18/status/1958151542802158012