প্রতিবেদন : মঙ্গলবার আসন্ন মহিলা ওডিআই বিশ্বকাপের(ICC Womens Cricket World Cup) জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলও জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। দলে রয়েছেন বাংলার উইকেটকিপার রিচা ঘোষ। তবে বাদ পড়েছেন বিধ্বংসী ওপেনার শেফালি বর্মা। সে সিদ্ধান্ত নিয়ে বিতর্কেরও সূত্রপাত হয়েছে।
Read More: ‘গণতন্ত্র নষ্ট করার চেষ্টা’, কেন্দ্রের সংশোধনী বিল নিয়ে প্রতিবাদে গর্জে উঠলেন অভিষেক
অধিনায়ক হরমনপ্রীতের বক্তব্য, “আমাদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। ইংল্যান্ড সিরিজেও মোটামুটি এই দলটাই ছিল।” অন্যদিকে মহিলা দলের প্রধান নির্বাচক নীতু ডেভিডের বক্তব্য, “এই দলটা আমরা দীর্ঘদিন ধরে তৈরি করেছি। আমরা বেশি পরীক্ষানিরীক্ষা করতে চাইনি।”
ভারত এখনও পর্যন্ত মহিলা বিশ্বকাপ(ICC Womens Cricket World Cup) জিততে পারেনি। বিশ্বকাপের আগে ১৪ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে। সেখানে যে দল ঘোষণা হয়েছে, তাতে শুধু আমনজ্যোতের বদলে সায়লি সাতঘড়ে সুযোগ পেয়েছেন।

এক নজরে দেখে নেওয়া যাক মহিলা ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল :
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), প্রতিকা রাওয়াল, হরলিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটকিপার), ক্রান্তি গৌড়, অমনজ্যোত কৌর, রাধা যাদব, শ্রী চরণী, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), স্নেহ রানা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1958106287478047201
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে মহিলাদের বিশ্বকাপ। ১২ বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। দেশের মোট পাঁচটি স্টেডিয়াম ও শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে। ভারতের প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর। বেঙ্গালুরুতে হরমনপ্রীতদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তারপরই রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে মহারণ। ৫ অক্টোবর, শ্রীলঙ্কার কলম্বোয় মুখোমুখি হবে দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এই টুর্নামেন্টও হচ্ছে হাইব্রিড মডেলে। ফলত পাকিস্তানকে ভারতে আসতে হচ্ছে না। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর, দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর। ফাইনাল হবে বেঙ্গালুরুতে, ২ নভেম্বর। আর পাকিস্তান উঠলে কলম্বোতে অনুষ্ঠিত হবে ফাইনাল।