কলকাতা: ফের মেট্রো(Kolkata Metro )নিয়ে ভোগান্তি যাত্রীদের। নেতাজি ভবন ও যতীন দাস পার্কের মেট্রোর টানেলে জল। যার জেরে আংশিকভাবে ব্যাহত পরিষেবা। টানা এক ঘন্টার ভোগান্তির পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা। মেট্রোর পরিষেবা নিয়ে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।
Read More: ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একাধিক পদক্ষেপ, বিরোধীদের চাপে সিদ্ধান্ত কমিশনের
বুধবার সকাল ১১ টা বেজে ২০ মিনিট নাগাদ যতীন দাস পার্ক ও নেতাজি ভবনের মাঝে টানেলে জল ঢুকে যায়। যার ফলে বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা।(Kolkata Metro )ফলে অফিস টাইমেই যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়। অন্যদিকে, মেট্রো স্টেশনে বাড়তে থাকে মানুষের ভিড়।

মেট্রোরেল সূত্রে খবর, কীভাবে টানেলে জল ঢুকল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পরেই ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়। ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান। পাম্প করে জল বের করে দেওয়া হয়। যত দ্রুত সম্ভব পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়। তবে কী কারণে এহেন পরিস্থিতি সৃষ্টি তা জানা যাচ্ছে না।
Link: https://x.com/ekhonkhobor18/status/1958102833162777019
উল্লেখ্য, জল নজরে পড়ার পরও এদিন আংশিকভাবে চলছিল মেট্রো। শহিদ ক্ষুদিরাম ও উত্তম কুমার পর্যন্ত আপ ও ডাউন, উভয় লাইনে চলছে মেট্রো। এদিকে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত স্বাভাবিক পরিষেবা। প্রসঙ্গত, কয়েক মাস আগেও একবার একই জায়গায় টানেলে জল ঢুকে যাওয়ায় ব্যাহত হয়েছিল পরিষেবা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষুব্ধ যাত্রীরা।