কটক: বারবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ওড়িশায়।(Odisha )একাধিক নারীদের নির্যাতনের ঘটনা সামনে আসতে বিতর্কের মুখে পড়তে হচ্ছে বিজেপিশাসিত ওড়িশার সরকারকে। এর মধ্যেই ফের যৌন নিগ্রহের অবিযোগ তুলল নাবালিকা। নাবালিকাকে পেট্রল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারারও হুমকি! অভিযোগ উঠেছে এক অটোচালকের বিরুদ্ধে।
Read More: ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া! জানাল হাওয়া অফিস
চলতি মাসের প্রথম সপ্তাহে ওই নাবালিকা তারই এক বন্ধুর সঙ্গে অটোরিকশায় চেপে জগৎপুর থেকে বদামবাড়ি যাচ্ছিল। গাড়ি শিখরপুরের কাছে আসতেই নাবালিকা ওই অটোচালকের কাছে পানীয় জল চায়। কিন্তু অটোচালক জানায় তার কাছে জল নেই। তখনই ওই নাবালিকা গাড়ি দাঁড় করিয়ে বন্ধুকে জল আনতে পাঠায়। এরপরেই তাকে একা পেয়ে অটোচালক গাড়ির ভেতরেই অশালীনভাবে স্পর্শ করে যৌন নিগ্রহের চেষ্টা করে। বাধা দিলে চালক তাকে পেট্রল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারারও হুমকি দেয়। এমনই অভিযোগ তুলেছে ওই নাবালিকা।
কিছুদিন পরেই গোটা বিষয়টি পরিবারকে জানায় নিগৃহীতা চৌলিয়াগঞ্জ থানায় নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়। এরপরই বিশেষ দল গঠন করে ওই অভিযুক্তকে খুঁজে গ্রেপ্তার করে ওড়িশা(Odisha )পুলিশ। নিগৃহীতা তরুণীর মেডিক্যাল পরীক্ষারও ব্যবস্থা করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত শুরু করা হয়েছে। কটক পুলিশের ডেপুটি কমিশনার খিলাড়ি ঋষিকেশ দ্যানদেও জানিয়েছেন, ‘নাবালিকার দেওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অটোরিকশাটি চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।’
Link: https://x.com/ekhonkhobor18/status/1957753439565603105?t=b6Ku1odOvnQ0qZq1KZwnUw&s=19
উল্লেখ্য, বারবার নারী নিগ্রহের ঘটনা সামনে আসছে ওড়িশায়। বিজেপিশাসিত এই রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। নাবালিকার যৌন নিগ্রহের ঘটনাও সেই প্রশ্নকেই তুলে ধরল। বারবার এহেন ঘটনা প্রকাশ্যে আসতেও নারীদের নিরাপত্তা নিয়ে এখনও কোনো পদক্ষেপ কী নিচ্ছে ওড়িশা সরকার! সে প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল।