কলকাতা: বর্ষাকাল বিদায় নিলেও শরতের মেঘের দেখা মিলছে না। বৃষ্টিও থামছে না পুরোপুরি।(Weather Update)কখনও বৃষ্টি, কখনও রোদের দেখা মিলছে বঙ্গে। এখন শরৎকাল হলেও, ঋতুচক্রের হেরফেরে তা বোঝা দায়। এর মধ্যেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত, দক্ষিণবঙ্গেও চলবে বৃষ্টি। কলকাতাতেও জারি থাকবে বৃষ্টি।
Read More: দলীয় সংগঠনে গুরুত্ব, মঙ্গলেই দুই জেলা নিয়ে বৈঠকে বসছেন অভিষেক
কলকাতায় মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি।(Weather Update)বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কয়েক পশলা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। মূলত মেঘলা আকাশ। তবে মাঝেমধ্যে মেঘ-রোদের লুকোচুরিও দেখা যাচ্ছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আবার, দক্ষিণবঙ্গে মঙ্গল ও বুধবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আর রবিবার বৃষ্টিতে ভাসতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া।
Link: https://x.com/ekhonkhobor18/status/1957709486380183878?t=B0GjamDCULzr0LMOwz_kZA&s=19
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পার্বত্য পাঁচ জেলা – দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে। বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা তিন জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ বাকি সব জেলায়। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে।