কলকাতা: এসএসসি(SSC) অভিযানের আড়ালে অশান্তির ষড়যন্ত্র! মিছিল শুরুর আগেই পুলিশের হাতে অডিও ক্লিপ। বিস্ফোরক সেই অডিও ক্লিপের সূত্র ধরেই গ্রেফতার দুজন। ধৃত দুজনেই ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক বলেই জানা গিয়েছে। এই ছক সামনে আসতেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এসএসসি ভবন।
Read More: হড়পা বানে ভয়াবহ অবস্থা উত্তর ভারতের, এবার সতর্কতা জারি দিল্লিতে
জানা যাচ্ছে, ওই ভাইরাল অডিও ক্লিপের সূত্র ধরে সুমন বিশ্বাস নামে একজনকে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে। তাঁকে মগরা থানায় রাখা হয়েছে। আবার মুর্শিদাবাদের রেজাউল করিমকেও গ্রেফতার করেছে পুলিশ। এই দুজনেই যোগ্য চাকরিহারা শিক্ষক বলেই জানা যাচ্ছে। কিন্তু তাতেও বিস্ফোরক ওই অডিও ক্লিপের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই বলেই দাবি শিক্ষকদের।
রবিবার ডিসি বিধাননগর অনীশ সরকার সাংবাদিক বৈঠক করেন। দীর্ঘ ৬ মিনিটের ফোন রেকর্ডিং প্রকাশ করেন। কথোপকথনে এসএসসি(SSC) অভিযানে পুলিশকে লক্ষ্য করে সকেট ও পেট্রল বোমা ছুড়ে দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলতে শোনা যায়। এসএসসি পরীক্ষাকেন্দ্রগুলিতে বোমাবাজির হুঁশিয়ারিও দেওয়া হয়। এই অডিও ক্লিপের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1957385117917188230
যদিও যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সুমন বিশ্বাস দাবি করেন এই ফোন রেকর্ডিংয়ের সঙ্গে আন্দোলনকারীদের কোনও সম্পর্ক নেই। এদিকে, সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ পুলিশের একটি দল সুমন বিশ্বাসের বাড়িতে যায়। তাঁর খোঁজ করে। বাড়িতে ঢুকে তল্লাশি চালায় বলে দাবি সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের। আদিসপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে পাকড়াও করা হয়। মগড়া থানায় আটক করে রাখা হয়েছে তাঁকে।
উল্লেখ্য, যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সুমন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, আগামী ১৮ আগস্ট এসএসসি ভবন অভিযান। তিনি এই মর্মে বিধাননগর পুলিশ কমিশনারেটকে ই-মেলও করেন। যদিও এসএসসি অভিযানে অনুমতি দেয়নি পুলিশ।